বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একজন নেতার কাহিনী-
একবার আবদুল্লাহ মরুযী র. সফরে যাওয়ার ইচ্ছা করলে হযরত আবু আলী রেবাতী র. তার সঙ্গী হওয়ার বাসনা প্রকাশ করলেন। আবদুল্লাহ মরুযী র. বললেন যে, এই শর্তে মঞ্জুর যে, হয় তুমি নেতা হবে, নাহয় আমি নেতা হব। আবু আলী রেবাতী র. বললেন, আপনিই নেতা হবেন। এরপর আবদুল্লাহ মরুযী র. সমগ্র সফরে নিজের এবং আবু আলীর পাথেয় আপন কাধে বহন করলেন। এক রাতে বৃষ্টি শুরু হলে তিনি সমস্ত রাত্রি সঙ্গীর মাথার উপর চাদর ধরে দায়িয়ে রইলেন, যাতে সে বৃষ্টির পানিতে ভিজে না যায়। আবু আলী তাকে বাধা দিলে তিনি বলতেন, অঙ্গীকার ভঙ্গ করো না। তুমি আমাকে নেতা মেনে নিয়েছ। এখন আমি যা চাইব, তাই করব। তোমার কর্তব্য আমার আনুগত্য করা।আবু আলী মনে মনে বলতেন, কি কুক্ষনেই না আমি তাকে শাসক ও নেতা মেনে নিয়েছি। এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিলো। তিনি আমার জন্য কত কষ্ট করছেন। এহইয়াউ উলুমিদ্দিন-ইমাম গাজ্জালী র. হতে সংগৃহীত।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now