বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
মুন প্রিন্সেস
"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nowshin (০ পয়েন্ট)
X
মুন প্রিন্সেস
"চীন ও গ্রিক রূপকথার গল্প"
#পৌরনিক_গল্প
পুরানো চীন অন্ঞ্বলে এক চাষী বসবাস করতো।চাষী ও তার স্ত্রীর কোন সন্ত্রান ছিল না তাই তাদের মনে সুখ ছিল না।একদিন চাষী বাশঁ বাগান দিয়ে বাড়ি ফেরার পথে দেখলো একটি বাশের এক অংশ চমাকাচ্ছে!চাষী বাশটির সেই চমকানো অংশটি কেটে নিজের সাথে বাড়ি নিয়ে গেলেন।চাষী নিজের বউকে সব খুলে বলল!তারা বাশটির অংশ কেটে দেখল সেটাই একটি ছোট বাচ্চা কান্না করছে।তারা বাচ্চাটির নাম রাখলো "মুন"!তারা মুনকে নিজের সন্তানের মতোই বড় করতে শুরু করলো। এভাবে অনেকদিন কেটে গেল।মুন বড় হয়ে গেল এবং মুন তাদের মা,বাবা বলে ডাকে! মুন তাদের অনেক সাহায্য করে।একদিন বুড়ো চাষীর স্বপ্নে এক লোক আসল এবং বলল আগামী পূর্নিমাতে আমরা আমাদের প্রিন্সেস মুনকে নিয়ে যেতে আসব!চাষী সকালে তার বউকে খুলে বললে তার বউ তাকে চিন্তা করতে না বলে।সেই পূর্ণিমার রাত হাজির হলো চাষী খুব কান্না করছে এবং তার বউয়ের সাথে কথা বলছিল তা মুন শুনে ফেলে!সে বলে সে তাদের সাথে চলে যেতে চায়।চাষী রাজ্যের রাজা ও প্রহরীদের নিয়ে পাহারা দেয়!সেই সময় আকাশ থেকে রথ নেমে আসে এবং সবাইকে মুর্তি বানিয়ে দেয়!মুন সবাইকে বিদায় জানিয়ে কান্না করতে করতে তাদের সাথে চলে যায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now