বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♥——— একজন সৈনিকের গল্প———♥

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ঘুমবিলাসী লিখন (০ পয়েন্ট)

X *** কয়েকটা লাশ পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে সামনে নিথর হয়ে পড়ে থাকা লোকটার বুক থেকে ডান হাতে ধরা ছুড়িটা বের করে ,,এনে কিছুক্ষন ধরে দাঁড়িয়ে আছে একজন সেনা,,,ওর নাম তানজিম,ক্যাপ্টেন তানজিম,,,কিশোর বয়ষে তার এক বন্ধু তাকে ক্যাপ্টেন বলে ডাকতো,,,,তার অসাধারন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে,,,ছোট বেলা থেকেই সে ছিলো রোমাঞ্চপ্রিয়,সা হসী,সৎ। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর,,,একাডেমী থেকে কঠোর প্রশিক্ষন শেষে কমিশন পায় ইষ্ট বেঙ্গলে। তারপর সে কমান্ডো প্রশিক্ষনে সফল হয়ে,,,আত্মপ্রকাশ করে নতুন পরিচয় নিয়ে কমান্ডো তানজিম,,,,এখন তার পোষ্টিং খাগড়াছড়ির এক প্রত্যন্ত অঞ্চলের ক্যাম্পে,,,কয়েক ঘন্টা আগে সৈনিকদের একটা দল নিয়ে পেট্রোলিংএ বের হয়েছিলো সে,,,,সাথে ছিলো সবেমাত্র ট্রেনিং শেষ করা কিছু নতুন সৈনিক,,,বেশ চঞ্চল আর প্রানোজ্জল তারা। তবে নতুনরা বাস্তাব বিপদ সম্পর্কে অনেকটাই ঞ্জানহীন,,,হটাৎ দুর থেকে এল.এম.জি গর্জে উঠলো তাদের দিকে,,,সৈনিকেরা প্রজিশন নেয়,,,কিন্তু ততক্ষনে দেড়ি হয়ে গেছে,,,তিন জন সৈনিকের গায়ে গুলি লেগেছে,ক্যাপ্টেন তানজিমের কন্ঠে গর্জে উঠেছে তখন ফায়ার করার আদেশ,,,,গর্জে ওঠে সবার রাইফেল,,,প্রশিক্ষিত দেশ প্রেমিক সৈনিকদের গুলতে একে একে কমতে থাকে শত্রু সেনা,,,চলছে দুই পক্ষের গুলির বৃষ্টি,তানজিমো গুলি চালিয়ে যাচ্ছে,,,ততোক্ষনে পরিস্থিতি জানিয়ে দেওয়া হয়েছে ইউনিটে,,,কিন্তু ব্যাকআপ আসতে সময় লাগবে আরো তিন ঘন্টা,,,,এদিকে ধীরে ধীরে সৈন্য সংখ্যা কমে যাচ্ছে,,,,তাই এখোন ক্যাপ্টেন তানজিম তার সব বিশেষ বিশেষ ট্রেনিং এর কৌশল কাজে লাগাতে লাগলো,,,,পরিস্থ তিটা এমন যে এখন সন্ত্রাসী দের অবস্থান সুবিধাজনক,,,তাই এখন তানজিম জায়গা বদল করে করে গুলি চালাতে লাগলো,,,একে একে প্রায় সব সন্ত্রাসী শেষ করে ফেলেছে সে,,,,,শেষ মুহূর্তে তার বুলেটো প্রায় শেষ হয়ে এসেছে,,,রিজার্ভ বুলেট আনতে তাকে আবার সৈনিকদের কাছে ফেরত যেতে হবে,কিন্তু সেটা করলে শত্রুপক্ষ সৈনিকদের অবস্থান জানতে পারবে,,,,যা তার সৈনিকদের জন্য বিপদজনক,,,,তাই সে তার পকেট থেকে তার ধাঁরালো কমান্ডো নাইফটা বেড় করলো ,,,অনেক দিন ধরে মানুষের রক্ত লাগেনা এতে,,,আজ সেই সুযোগ Do or die ছুঁড়িটা ডানহাতে নিয়ে নিঃশব্দে শত্রু পক্ষের দিকে এগিয়ে যাচ্ছে সে,,,কাছে গিয়ে মুখটা চেপে ধরে গলায় জোড়ে একটান,,,খেল খতম,,,তারপর ডানে তাকিয়ে নিজেকে মনে মনে গালি দিলো এই কমান্ডো,,,গাছের আড়াল থেকে তারদিকে একটা এস.এম.জি তাক করে ট্রিগারে চাপ দিচ্ছে একজন শত্রু সেনা,,,,চাপ দিলো কিন্তু গুলি বেড় হলো না,,,বোল্ট আটকে গেছে,,,,দ্রুত সুযোগটা নিলো তানজিম,একদৌড়ে দশ বার মিটার গিয়ে শত্রু সৈন্যের বুকে ছুড়িটা ঢুকিয়ে দিলো তানজিম,,,তারপর সে তার সৈনিকদের কাছে গেলো,,,,গিয়ে দেখলো একজন সৈনিক আর এই পৃথিবীতে নেই,,,মাত্র কয়েকমাস আগে ট্রেনিং শেষ করে ইউনিটে যোগ দিয়েছে সে,,,নাম তার সৈনিক হাবিব,,,,দেশের জন্য সে তার জীবনের মায়া ত্যাগ করেছে,ক্যাপ্টেন তানজিম তাকে নিজের ভাইয়ের মত ভালোবাসতো,,,বুক ের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তানজিমের,,,, এইতো কয়েক ঘন্টা আগে হাবিব ছেলেটা তার মায়ের সাথে কথা বলেছে,,,,বলেছিলো মা আমি ছুটি পেলেই বাড়িতে আসবো,,,এই জায়গায় খুব ভালো চাদর পাওয়া যায় আপনার জন্য একটা কিনেছি,,,,নিজের অজান্তেই ক্যাপ্টেনের চোখ দিয়ে দুইফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে,সব কিছু ঝাপসা লাগে তানজিমের কাছে,সে কি করবে কিছুই বুঝতে পারেনা সে, তখন নিজের বুকের দিকে তাকায় তানজিম,তখন তার মনে পড়ে কমান্ডো উইংটা you are a commando in any situation you never cry you are a soldier bron to die.......... . . #Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১১৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Monir
    User ৫ বছর, ৮ মাস পুর্বে
    It is fine

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৫ বছর, ১০ মাস পুর্বে
    hum...thanks

  • Killer j
    Guest ৫ বছর, ১০ মাস পুর্বে
    Golpota pore akta dirghosshas ber hnye gelo...awesome story but sad..