বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভুল থেকে শিক্ষা নেও

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X শিক্ষামুলক ... কিছু ভুল থেকে শিক্ষা শিলা:তোর মা বাবা তোকে কিছু শিখায়নি? তোকে কী আমি বলতে বলছি যে আমি কী পড়বো না পড়বো।আরে তুই জানবি কী করে এগুলো বর্তমানের ফ্যাশন।তুইতো একটা গাইয়া ভূত। ভিকাড়ির বাচ্চা। তোর বাবা মা তোকে শহরের আদব কায়দা শিখায় নি?তুই অনেক দিন ধরে আমাকে আমার জামা কাপড় নিয়ে বলছিস।আর না।ওই ওকে মার একটা শিক্ষা দিয়ে নেই। তারপর আমাকে শিলার বন্ধুরা মারল।আমও কিছুই করতে পারলাম না। আমি অসহায়। আমার এক বন্ধু আমাকে হাসপাতালে নিয়ে আসছে। এখন আমি আমার পরিচয় দেই। আমি সিফাত।গ্রাম থেকে শহরে আসছি লেখাপড়া করার জন্য।বাবা মায়ের অনেক ইচ্ছা আমাকে অনেক লেখাপড়া শিখিয়ে শিক্ষক বানাবে।আমিও সেই অনুযায়ি লেখাপড়া করি। শহরে এসে পাবলিক ভার্সিটিতে চান্স না পেয়ে প্রাইভেটে ভর্তি হই। ভালোই যাচ্ছিল আমার দিনকাল। কিন্তু একটা মেয়ের জামা কাপড় দেখে অনেক খারাপ লাগে। অনেক বড় লোক ঘরের মেয়ে।কিন্তু দেখে মনে হয় জামা কাপড়ের জন্য বাবা টাকা দেয় না। জামা কাপড় খুব টাইট। আর অনেক জায়গা দিয়ে ছেড়া।ও এই জামা কাপড় পড়েই চলে আসে। আমি ওকে বন্ধু হিসেবে অনেকবার বলেছি।ও শুধু আমাকে অপমান করেছে আজকেও বলেছিলাম। কিন্তু ও আমাকে উপরের কথাগুলো বলেছে আর মার খাইয়েছে। ওর সাথে অনেক ছেলের রিলেশন। কিন্তু সবাই ওর শরীর টাই চায় তা দেখলেই বুঝা যায়। আমার বন্ধু আমাকে বলছে সুমন:তোকে কতবার বলেছি ওকে কিছু বলিস না।ও এই রকমই।এক কাজ কর গ্রাম থেকে ঘুরে আয় ভাল লাগবে। আমি:হ্যা দোস্ত তাই করতে হবে। তারপর ও আমাকে টিকেট করে দিলো। আমি গ্রামে চলে আসছি।খুব ভাল লাগছে এখানে এসে। আজ দেড় মাস পরে ভার্সিটি আসলাম।সব যেন কেমন অচেনা মনে হচছে। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে।মনে হয় সেইদিন আমাকে সবার সামনে মেরেছে তার জন্য। কিন্তু আমার বন্ধু আমার ভুল ভেঙ্গে দিল। যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ও আমাকে বলল সুমন:শিলা সুইসাইড করেছে।ওকে রেপ করছে সেইদিন তোকে যেই ছেলেগুলো মেরে ছিল তারা। ওদের ভিতর একজন ওর বিএফ ছিল।আমার যাবার এক মাস পরেই এই ঘটনা ঘটে।ওরা আগে থেকেই ওর শরীর ভালবাসতো।তাই সুযোগ বুঝে কাজ শেষ করেছে। এগুলো শুনে আমার খুব খারাপ লাগছে। ওকে আমি কতবার বলেছিলাম।কিন্তু ও আমার কোনো কথাই শুনে নাই।আমার মা বাবা নিয়ে কথা বলেছে। এখন আমার বলতে ইচ্ছে করছে আমার বাবা মা আমাকে ভাল শিক্ষা দিয়েছে।তোমার বাবা মা তোমাকে কী শিক্ষা দিয়েছে?যার কারণে তুমি সুইসাইড করলে? এটা সম্পূর্ণ কাল্পনিক। এরকম অনেক আমাদের সমাজে হচ্ছে। আমি বাবা মা দের বলছি, আপনার সন্তান কোথায় যাচ্ছে কী করছে তার খেয়াল রাখুন। ওদের ভাল পথে রাখুন। ভুলে যাবেন না আপনি আপনার সন্তানের জন্য জান্নাত জাহান্নামে যাবেন। আর বোনদের বলছি, আপনারা ভাল পোশাক পরিধান করুন।পর্দা করুন।ভাল পথ দেখানোর মানুষ পাবেন না। কিন্তু খারাপ টা সবাই দিবে। আর একটা কথা মনে রাখবেন, শিয়াল সবসময় মুরগির স্বাধিনতা চায়।যাতে করে ইচ্ছে হলেই খেতে পারে। (ভুল হলে মাফ করবেন) ধন্যবাদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭০৭ জন


এ জাতীয় গল্প

→ ভুল থেকে শিক্ষা নেওয়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now