বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ক্রাইম ৫/৩

"ক্রাইম" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X নুরজাহান ওখান থেকে তার আগের আশ্রমে গেল । কিন্তু আশ্রমের কমিটিরা তাকে গ্রহণ করল না । কারণ আশ্রমের নিয়ম হচ্ছে যাদের স্বামী আছে বা যারা বিবাহিত তাদের এ আশ্রমে রাখা হয় । তখন নুরজাহান বলে আমি তো যেতেই চাইনি । আপনারাই তো জোর করে আমাকে ঐ লোকটার সাথে বিয়ে দিলেন । এখন ঐ লোকটা আমাকে ছেড়ে চলে গেলে আমি কি করব ? আমার কি দোষ ? তখন কমিটির লোকেরা তাকে অপবাদ দেয় । বলে যে তোমার স্বামী বলেছে তুমি নাকি বিয়ের আগেও অনেক ছেলের সাথে সম্পর্ক রেখেছিলে । তখন নুরজাহান বলে মিথ্যা অপবাদ দিবেন আমাকে । আমি কখনও পাপ কাজ করিনি । কমিটির লোকেরা বলে তাহলে তোমার স্বামী তোমাকে ফেলে এভাবে চলে যেত না । আরো বেশি বেশি অপবাদ দিয়ে নুরজাহানকে বের করে দিল । নুরজাহানের তখন পড়ার প্রতি প্রবল আকাঙ্খা ছিল । তাই তার মাকে বলে, মা আমি কাজ করে পড়তে চাই । তখন তার মা বলে তোর তো স্বামী ছিল সবাই যখন জানবে । তখন কি হবে । আগে তোর স্বামীর শাস্তির ব্যবস্থা করতে হবে । কিন্তু আমরা তো গরীব কিভাবে কি করব? তার মা বলে আমি যে বাড়িতে কাজ করি সেটি একটি উকিলের বাড়ি । তাকে এ বিষয়টি জানাতে হবে । যদি তিনি কিছু ব্যবস্থা করতে পারেন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৫৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now