বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদেশে ২বন্ধু ছিল। তাদের একজন থাকে গ্রামে আর অন্যজন থাকে শহরে। শহুরে ছেলেটা খুব দুষ্টু আর গ্রামের ছেলেটা বেশ বোকা আর মূর্খ। একদিন ২বন্ধু খুব উন্নত এক শহরের এক হটেলের রুম ভাড়া নিল। সারাদিন ভ্রমণ করে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাই শহুরে বন্ধুটা তার বন্ধুকে বলল, "কিরে তুই আগে গোসল যাবি, নাকি আমি?"
সে বলল,"তুই আগে যা। আমি আগে মেশিনের (এসির) ঠাণ্ডা বাতাস খাই।" তার কথা শুনে শহুরে বন্ধু মুচকি মুচকি বাথরুমে গেল। বাথরুমটা খুব উন্নত। সেখানে ৬টা সুইচ আছে। ১চাপলে দরজা খুলে যায়, ২চাপলে দরজা বন্ধ হয়, ৩চাপলে গায়ে পানি ঢেলে দেয়, করে দেয়, ৪চাপলে সাবান দিয়ে দেয়, ৫চাপলে গা মুছে দিয়ে জামা পড়ে দেয় আর ৬চাপলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তো গোসল করা শেষে গ্রামের বন্ধুটা তাকে জিজ্ঞাস করল,"বন্ধু, আমিতো পড়াশোনা করিনি তো এই বাথরুমে কিভাবে গোসল করতে হয় বলবি?" তখন শহুরে বন্ধু শয়তানি করে বলল,"অবশ্যই। এখানে ৬টা সুইচ আছে, তুই ১,২,৩ আর ৬নম্বর সুইচ চাপবি আর গোসল হয়ে যাবে। " সে তার কথা মত তাই করল। ১চাপল দরজা খুলে গেল। ২চাপল দরজা বন্ধ গেল। ৩চাপলে গায়ে পানি দিয়ে দিল। আর ৬চাপল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর........ ( বাকিটুকু বুঝে নিন)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now