বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পবিত্র বন্ধন

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ????????পবিত্র বন্ধন???????? | | | (সামিয়া প্রতিদিন একটা ছেলেকে দেখত যে ছেলেটি রাস্তা দিয়ে চলাচলের সময় নিচে তাকিয়ে চলত আর কিছুইতেই মনোযোগ ভাঙ্গতে পারেনি তখন সমিয়া কৌতুহুল হল আর মনে মনে বলতে লাগল কেমন ছেলেরে যে কখনো উপরে তাকিয়ে তাকে কথা বলতে দেখেনি আর মেয়েরা ত তার চোখেই পরেনা তখন সে ফলো ককরতে শুরু করে এবং এক সময় ছেলেটার প্রতি ভালবাসা জন্মে কারন ছেলেটি দেখতে যেমন সুন্দর তেমনি পরহেজগার আর আচার আচরন ছিল প্রচন্ড অমায়িক তখন থেকে সে একাধিকবার প্রোপোস করেছে কিন্তুু ছেলেটি কর্নপাত করেনা প্রতিদিনের মতই সামিয়া প্রোপোস করে তখন বিরক্ত হয়ে নিচের কখপোকথন হয় সেদিন কিন্তু কে জানত তা ছেলেটির জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাড়াবে)। | | | আপনি আবার আমার পিছু নিয়েছেন মিস সামিয়া। কেন এরকম পাগলামি করছেন বলেন তো আমি আপনাকে ভালবাসি, ইব্রাহীম কিন্তু এটা তো সমভ্বব নয়, সামিয়া আমি আপনাকে ভালবাসতে পারবোনা কিন্তু কেন ইব্রাহী??। | | | আপনি মুসলমানের ঘরে জন্ম হলেও চলেন মর্ডান কালচারের নিয়মে ঠিকমত নামাজও পড়েন কিনা সন্দেহতীত। | | | আচ্ছা আপনি কখনো পর্দা করে বের হয়েছেন, সামিয়া কিন্তু কেন পর্দা করবো, ইব্রাহীম আমরা তো স্বাধীন দেশের জনগন তাই নয় কি???। | | | এই তো ভূল বললেন সামিয়া মুসলমান মেয়েদের ধর্মীয় অনুশাষনের মধ্যে একটা হল পর্দা করা মিস সামিয়া আর আমি চাইনা কোন বেপর্দা মেয়ে আমার জীবনসঙ্গী হোক কারন সে আমার অহংকার আমার অর্ধঅঙ্গ আর কেউ তো চায়না যে তার অঙ্গের অসুস্থ করুক সে তাইনা, সামিয়া!!। | | | তাহলে এখন কি করতে হবে বলুন আপনাকে একান্ত নিজের করে পাওয়ার জন্য। | | | প্রথমে আপনি নামাজ পড়ুন সবসময় সবসময় পর্দা করুন বের হওয়ার সময় আর এমনভাবে পর্দা করুন যাতে আপনাকে কেউ না চিনতে পারে পোপারলি আমি আপনাকে একমাসের মত তদারকি করব তারপর ভেবেচিন্তে দেখব, সামিয়া। | | | আর একটা কথা মনে রাখবেন এখনকার মর্ডান ছেলেরাও কিন্তু শান্তশীষ্ট পরহেজগার মেয়েই খোজে কোন মর্ডান মেয়ে নয়। | | | সমিয়া আর আপনি চিন্তা করবেন না আমি যথাসময়ে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাব আর আমার সাথে যোগাযোগ করবেন না আর, সামিয়া আমি আশা করি আপনি যদি সত্যিকারের ভালবাসেন তাহলে অবশ্যই পারবেন, সামিয়া। | | | আমার জন্য দোয়া করবেন, ইব্রাহীম যেন আমি আপনার অর্ধঅঙ্গীনী হবার অধিকার অর্জন করতে পারি। | | | কিছুদিন পড়, সামিয়ার সাথে দেখা হল আমার এইযে শুনছেন (সামিয়া) কি হইছে আপু কিছু বলবেন আমাকে এইসব কি বলছেন আমি আপনার স্ত্রী বলছি (সামিয়া) কি বলছেন আমি অবিবাহিত আছি কিছুদিন পড় আমার বিয়ে এসব বলে ডাকবেন না আমাকে আমাকে আমার হবু স্ত্রী শুনলে খুব কষ্ট পাবে(ইব্রাহীম)। | | | এই য়ে আমার সাহেব নিচে না তাকিয়ে উপরে তাকন দেখুন কে আমি এখানে আপনি হুম বরকা পড়ার জন্য চিনতে পারেনি তোমাকে (ইতিমধ্যে আমার আর, সামিয়ার বিয়ে ঠিক হয়েরগেছো)আমি খুব খুশি, ইব্রাহীম কেন, সামিয়া কারন সারাজীবন যেন এরকম ভাবে সব মেয়ের সাথে কথা বলতে পারেন সে দোয়া করি ( হেসে হেসে বলল) শুধু আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন কারন আমি চাইনা আপনার চোখের প্রেমে পড়ুক কারন আপনার চোখের যে গভীরতা যে কেউ আপনাকে ছিনিয়ে নিবে আমার থেকে....আপনি হারিয়ে গেলে আমি শেষ হয়েই যাব (ছলছল চোখে সামিয়া কথাগুলো বলছে)। | | | আর হ্যা এখন আপনি আমার সম্পদ সো কাউকে দেখবন না আমাকে ছাড়া(সামিয়া)। | | | হ্যা মেয়েটি তাকে সম্পূর্নভাবে পরিবর্তন করেছে নিজেকে এখন সে নিয়মিত নামাজ পড়ে, পর্দা করে আর নিয়মিত বকাঝকা আর হ্যা সে কিন্তু এখন আমার স্ত্রী আমার অর্ধঅঙ্গ আর, সামিয়া বলে কেন যে আরো আগে আপনাকে পেলাম না তা না হলে আরো আগে আমার আর আপনার বিয়ে হয়ে যেত আর আপনার ভালবাসা থেকে বঞ্চিত হতাম না আমার পাপ্য অংশ থেকে এ কথা প্রায়ই বলে আর কাদে আর আমি তখন নিজেকে গর্ববোধ মনে করি। | | | আর আল্লাহকে বলি আমি পেয়েছি তাকে পেয়েছি। | | | একটু ভালবাসা একটি মানুষকে পরিবর্তন করার জন্য যতেষ্ঠ। | | | ♪♪ইব্রাহীম খান(চিন্তাশীল বালক)♪♪


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০১৫ জন


এ জাতীয় গল্প

→ পবিত্র বন্ধন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now