বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পাঁচ ধরনের ছাত্র-ছাত্রী

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X শিক্ষায় আমাদের দেশ অনেকদূর এগিয়েছে। আনন্দের বিষয় হচ্ছে এ দেশের প্রায় প্রতিটি মানুষই আজকাল ছাত্রজীবনকে উপভোগ করছে। আসুন জানা যাক, প্রতিটি ক্লাসে যে পাঁচ ধরনের ছাত্র/ছাত্রীকে দেখা যায়, তাদের সম্পর্কে। ১। আমি সব পারি এই টাইপের মানুষ কারা? টিচারের প্রতিটা প্রশ্নের উত্তরই এদের কাছে থাকে। পড়াশোনা নিয়ে ভয়ানক সিরিয়াস এ মানুষগুলো সাধারণত চুপচাপ নিজেদের মত থাকতেই ভালবাসে। আর একজন আরেকজনকে দেখলেই বলবে "তুমি তো সব পারো, আমি কিচ্ছু পারি না।" ২। রোমিও-জুলিয়েট হয়তো ক্লাসে এক জোড়া রোমিও জুলিয়েট থাকবে, যারা সারাদিন ফুসুর-ফুসুর করতে থাকবে অথবা একজন ছেলে বা মেয়ে থাকবে যে দুনিয়ার সবার সাথে প্রেমালাপ করে বেড়াবে। সাধারণত এই দলের মানুষগুলো অন্যদের ভেজালে জড়ায় না। ৩। নকলবাজ এই মানুষগুলো বছরের বাকি দিনগুলো কি করে সেটা উপরওয়ালাই জানেন। সাধারণত মানুষ একজন আরেকজনকে দেখলে কুশল বিনিময় করে, জিজ্ঞেস করে “কেমন আছিস”; এদের সাথে দেখা হলে এরা আপনাকে সবার আগে একটা কথাই বলবে, "দোস্ত পরীক্ষায় দেখাইস"। ৪। খেলোয়াড় খেলা, খেলা, খেলা! ম্যাচ, ম্যাচ, ম্যাচ! এই হচ্ছে এদের জীবন। এরা বেশ জনপ্রিয় হয়ে থাকেন। অনেক ক্ষেত্রে ২য় গ্রুপের মানুষজন এই গ্রুপের মানুষজনের কথা ভেবে রাতের ঘুম হারাম করেন। ৫। কুম্ভকর্ন সারা বছর এই দলটা ঘুমিয়েই কাটিয়ে দেয়। স্যারের হাজার কানমলা খেয়েও এদের চোখের ঘুম যায় না। এদের অবস্থা এতটাই ভালো (!!) যে পারলে ব্যাগে বই-খাতার বদলে কাঁথাবালিশ নিয়ে আসে। আপনি কোন দলের?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬৪ জন


এ জাতীয় গল্প

→ পাঁচ ধরনের ছাত্র-ছাত্রী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now