বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আনেকদিন আসা হয় না। তবে জিজেকে ভুলে গেছি বা ভালোবাসিনা এমন একদমই নয়। জীবনের অনেক বড় একটা অংশজুড়ে আছে জিজে। এখানে এসে অনেক কাছের মানুষকে যেমন পেয়েছি তেমনি হারিয়েছিও কয়েকজনকে। যারা আছে তাদের ভালোবাসায় পূর্ণ। আর যারা নেই একেবারেই কি নেই? কাউকে কি সত্যিই ভোলা যায়? হয়তো কথা হয়না। হয়না যোগাযোগ। হয়তো অনেক অভিমানও আছে যা ভাঙবেও না। তবুও তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবটাই আগের মতই আছে। ভালো থাকুক সকলে যে যেখানে আছে। ভালো রাখুক সকলকে। সময়ের স্রোতে জিজেতে অনেক পরিবর্তন এসেছে। নতুন সদস্যের আগমনে পুরনো বিলোপ কিংবা পুরনোর বিলুপ্তিতে নতুনের আগমন। নতুন ফিয়েচারস কিংবা বন্ধু। সবকিছুর মধ্যে যদি কিছু না বদলায় তা হল জিজে আড্ডা। আগে হত পুরাতনদের মাঝে এখন নতুনদের। তবে হত কথার অন্তরালে অতীত থাকলেও তাদের স্মৃতি আর তাকে ঘিরে কিছু আনন্দঘন মুহুর্ত কিন্তু থেকেই যায়। তাই সেইসব স্মৃতিকে পুনরায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে চলে এলাম সবার মাঝে। পরিচয় দিতে বা পরিচিত হতে। নতুন পুরনো সবার সঙ্গে কিছু সময়ের আড্ডা আর মজার কিছু মুহুর্ত তৈরীর অভিপ্রায়ে আমার এই পোস্ট। now I wish that all the member will participate in this comment box. Lots off love for you all guys.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now