বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন
চেয়েছিলেন কিন্তু ব্যাংক তাকে লোন দেয়নি
সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে নিয়েছিলেন????
ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগি কে পার্কে ঢুকতে
দেওয়া হয়নি
সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী
ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করে ।
এবং সেখানে
সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন, 'আজ থেকে পার্ক
সবার জন্য উন্মুক্ত'
আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না,একদিন
সেই গলায় ফুল দেওয়ার জন্য সে লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে????
আজ বাঁশ খেয়েছেন? ⁉️
কোন ব্যাপার না‼️
একদিন সে
আপসোস করে বলবে আপনাকে বাঁশ দিয়ে সে উল্টো
নিজেরই সর্বনাশ করেছে
আজ আপনাকে দেখে ক্ষ্যাত বলে দূরে সরে যাচ্ছে ব্যাপার
না ????
একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে আপনার
কাছে আসবে????
আজ পড়াশোনায় একটু দুর্বল বলে,যারা আপনাকে নিয়ে হাসে,তারা একদিন হবে আপনার সফলতা দেখে
????
আজ গরীব বলে কেউ অবজ্ঞা করেছে?
????
এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল
অপমান লাথি গুতা বাঁশ ক্রাশ ইত্যাদি খেয়ে যাবেন⁉️
????
কে কি করছে, ভাবছে। ???? সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে
এগিয়ে গেলে কেবলি একদিন আপনি উদাহরণ কিংবা
দৃষ্টান্ত হতে পারবেন⁉️
????
জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়
না⁉️
জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়
মেনে নিতে হয়????
????
সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ
বন্ধ রেখে কাজ করে যেতে হয়????
একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত
ব্যক্তিরা যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে, রুটি
বানিয়ে জীবন বাঁচিয়েছেন⁉️
ব্রেইনে শুধু একটি কথা গেঁথে রাখুন, "সময় এখন
অাপনার পক্ষে না'
একদিন সময় আপনার "
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now