বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
~ লেখিকার নামঃ সাদিয়া আক্তার রিমি
~ গল্পের নামঃ এক লাফে হৃদয় ছোঁয়া!!
আদিল ও আতিফ সম্পর্কে চাচাতো ভাই। আতিফ , আতিফের আম্মু , বড় বোন নাদিয়া বারান্দায় বসে এসির চেয়েও শীতল কিন্তু মৃদু বাতাসের পরশে গল্প করছিল। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেছে কিন্তু এখনো আসার নাম নেই। ঘরের মধ্যে ভ্যাপসা গরম। তাই বাধ্য হয়ে বারান্দায় বসে ওরা আড্ডা দিচ্ছিল।
হঠাৎ নাদিয়া বারান্দা থেকে আদিলের নাম ধরে ডাক দেয়। ওদের বাড়ি পাশাপাশি , বারান্দা থেকে প্রায়ই ওরা আদিলের সাথে গল্প করে। আদিলের রুমও বারান্দার পাশে হওয়ায় একবার ডাকতেই ‘ জ্বি , আপু ’ বলে আদিল বারান্দায় চলে আসলো। আতিফ তখন আদিলকে জিজ্ঞাসা করলো ,‘ কিরে আমার স্টোরিতে তুই তো এখনো Love দেস নাই ? আজকে ফেসবুকে স্টোরি দিসি। দেখ। ’ - ‘ আচ্ছা , দেখছি। ’ বলে আদিল মোবাইল আনতে রুমে চলে গেল।
একটু পর মোবাইল হাতে নিয়ে বারান্দায় এসে বললো , দেখছি। ‘ Love দিসস নি ? Love দে। ’ আদিল মোবাইল হাতে নিয়ে একটা লাফ দিলো!! ( আসলে আদিলের বয়স মাত্র ৫ বছর। আদিল তার আম্মুর ফেসবুক আইডিতে স্টোরি দেয় ও অন্যদের স্টোরিতে লাইক , হা হা রিয়েক্ট দেয়। কিন্তু কখনো Love রিয়েক্ট দেয়নি। তাই আতিফ যখন Love দিতে বলল তখন জানিনা কেন আদিল ভাবল যে ,‘ আতিফ ভাইয়া বুঝি লাফ দিতে বলেছে। ) আদিলের কাণ্ড দেখে নাদিয়া বললো,‘ আরে কি করছিস ? মোবাইলটা তো হাত থেকে পড়ে যাবে। যা , ঘরে যা। ’ আদিল রুমে যেতে উদ্যত হলে আতিফ জিজ্ঞাসা করলো , ‘ কিরে তুই তো আমার স্টোরিতে Love দেস নাই। আদিল অবাক হয়ে বললো , ‘ আমি তো এইমাত্র লাফ দিলাম !! দেখনি ? '
নাদিয়া ঘটনাটা বুঝতে পেরে বলল , ‘ আদিল , তোকে আতিফ ভাইয়া লাফ দিতে বলেনি Love দিতে বলেছে। দেখ , ফেসবুকে আতিফের স্টোরিতে মুরগির কলিজার মতো একটা ছবি আছে !! ওটাতে টাচ করো।' আদিল দ্রুত টাচ করে বলল ,' করছি। দেখো ফেসবুকে।' নাদিয়া তখন মুচকি হেসে বললো , আদিল তুমি মুরগির কলিজাতেই টাচ করেছিলে তো নাকি গরুর কলিজাতে টাচ করেছ ? আবার ভুল করে খাসির কলিজাতে টাচ করো নি তো ? মনে করে দেখ।' আদিল তখন মরিয়া হয়ে বললো , ‘ না , না। আমি মুরগির কলিজাতেই টাচ করেছি। গরুর , খাসির কোনটার কলিজায় টাচ করিনি।' আতিফ তখন স্টোরি চেক করে দেখলো সত্যি সত্যি আদিল স্টোরিতে Love রিয়েক্ট দিয়েছে। তখন ওরা তিনজনেই হেসে উঠলো। নাদিয়ার মনে হল , এ যেন এক লাফে হৃদয় ( Love ) ছোঁয়ার মতো ব্যাপার হয়ে গেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now