বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভালোবাসার বিভিন্ন স্তর আছে।সব ভালবাসা এক নয়।পিতামাতার প্রতি সন্তানের ভালবাসা ও সন্তানের প্রতি পিতামাতার ভালবাসা,স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর ভালবাসা এক নয়।
যেমনিভাবে এক মানুষের প্রতি আরেক মানুষের ভালোবাসা এবং সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার এক নয় ঠিক তেমনি সব ভালোবাসার উর্দ্ধে শানে রেসালতের প্রতি ভালোবাসা এক নয়।জীবনের সকল ভালোবাসা,সম্পর্ক,সম্বন্ধ এবং বন্ধন হবে প্রিয়নবী কেন্দ্রীক,তাওহীদ ভিত্তিক।প্রিয়নবীকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসা। প্রিয়নবীকে ছাড়া জীবন হয় না,প্রিয়নবীকে ছাড়া দ্বীন,মিল্লাত,মানবতা কিছুই হয় না,আত্মা ও জীবন চরম অন্ধকারচ্ছন্ন গভীর কূপে নিমজ্জিত হয়।শানে রেসালতই সত্যের আলো,সত্যের মূল,জীবনের মূল,আত্মার মূল,শানে রেসালত অস্বীকার,শানে রেসালতের বন্ধন হতে বিচ্ছিন্ন হওয়া জীবনকে অমানবিক,পাশবিকতার মধ্যে রেখে জীবনযাপন করা এবং আত্মা চরম কুফরীয়তে নিপতিত হওয়া।শানে রেসালতই মানুষকে জীবন ও আত্মার পূর্ণাঙ্গ দিশা দান করে এবং শানে রেসালত ছাড়া অন্য কোথাও জীবনের নিরাপত্তা নেই,আত্মার খোরাক নেই।শানে রেসালত ছাড়া মুক্তি হয় না,শানে রেসালত ছাড়া জীবন ও আত্মা অন্ধকারে থাকে।শানে রেসালতের আলোয় আত্মা ও জীবন আলোকিত হয়।শানে রেসালত কবুল করলেই আত্মা ও জীবনের সর্বোচ্চ মুক্তি না-হয় আত্মা ও জীবন ভয়ঙ্কর কুফরীয়তের অন্ধকূপে থাকবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now