বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
----------------
একদা এক জংগলে এক সাপ বাস করত।
সে ছিল খুব নিরিহ প্রকৃতির। সে কাওকে আঘাত করত না।সবার সাথে ভাল ব্যাবহার করত।কারও সাথে খারাপ আচরণ করত না।
সে সবাইকে খুব ভালবাসত। সবাই কে সে আপন মনে করত।
কাওকে হিংসা করত না।নিজের মনেই সে জংগলে বসবাস করত।
কিন্তু তা হলে কি হবে। সবাই মিলে তাকে জালাতন করতে লাগল। সবাই তার সাথে খারাপ ব্যাবহার করতে লাগল। খোঁচাতে লাগল।
দিন দিন তার সাথে সবাই দুর্ব্যবহার করতে লাগল।
তাকে অসহায় পেয়ে সকলে তাকে নানা ভাবে আঘাত করতে লাগল।
তার উপর নানা অত্যাচার চলতে লাগল।
একদিন,পরপর অনেক লোকে তাকে মাড়িয়ে মাড়িয়ে একেবারে মারবার উপক্রম করে তুলল।
তার বেচে থাকা কস্টকর হয়ে পরল।
এবং তার কিছু করার ছিল না।
সেই নিরিহ সাপটা অবশেসে দেবতার কাছে গিয়ে নালিশ করল।
দেবতা সাপটার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন।
তারপর দেবতা বললেন তুমি খুবই ভুল করেছ।
তোমাকে যে লোকটি প্রথম মাড়াল,তাকেই যদি তুমি একটা ছোবল দিতে তাহলে আর কেও মাড়াতে সাহস করত না।
অন্ততপক্ষে তুমি ফোস করলেই সকলেই তোমাই ভয় পেত।
তাহলে তোমার আজ মরবার দশা হত না।
এবং তোমাকে আর কেও জ্বালাতন করত না।
মোরাল: প্রথম অত্যাচারে যে রুখে দারায়,তার উপর অত্যাচার করতে আর কেও সাহস পায় না।আমাদের উচিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
আমি সবার ছোট।মাত্র ক্লাস নাইনে পরি। কোন ভুল হলে ক্ষমা করবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now