বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তখন মাত্র ক্লাস নাইনে পরি।
বন্ধুদের সাথে আড্ডাধারী করেই দিন যেত,
স্কুলে প্রায় প্রতিদিনই যাওয়া হতো।
সব সময় হাসি-তামাশা করেই দিন যেত।
তখন পরিচয় হয় মিমের সাথে,
প্রথমে মাসখানেক বন্ধুত্ব, তারপর ধীরেধীরে তার প্রেমে পড়ে যাই,
তাকে নিয়ে দেখতে থাকি রঙিন স্বপ্ন।
কিন্তু কিছুতেই মিমকে কিছু বলতে পারতাম না, ভয় হতো যদি ও রিজেক্ট করে দেয়।
যদি বন্ধুত্বের সম্পর্কটাও ভুলে যায়,
কিন্তু ক্লাসমেটদের অনেকেই ব্যাপারটা বুঝে যায়,,
মিমও যেন একটু অন্যরকম আচরণ করে,,
আমাদের দেখে সবাই ভাবত যে আমরা 'ইন এ রিলেশনশিপ'।।
স্কুলের বেশিরভাগ সময়ই তার সাথে কাটাতাম।
তার বান্ধবিরাও আমাকে অনেক সময় মজা করে দুলাভাই ডাকতো।
ভাবতাম হয়তো তাদেরকে বলেছে কিছু এবিষয়ে।
তাই আমি একপ্রকার শিয়র ছিলাম যে সামথিং সামথিং।
এভাবে কয়েকটা দিন কাটার পর আমাদের ক্লাসমেট তুলি (মিমের আত্মীয়) এসে বলল,,
তুলি : তুই কি মিমকে রিয়েলি ভালবাসিস?
আমি : আরে না না উই আর জাস্ট ফ্রেন্ড,,(কারণ ফ্রেন্ডরা বেশিরভাগই ফাজিলের হাড্ডি,, জানতে পারলে আমারে আবুল বানাইয়া ছাড়ব)
তুলি : মানে কি আমরা সবাই জানি যে তোদের মাঝে কিছু একটা আছে, আর তুই কিনা এসব বলছিস।
আমি :,,,,,,,,,, ,,,, (চুপ)
তুলি : কিরে কিছু তো বল?
আমি : (কিছু সময় নিয়ে) দেখ তুলি আমি শিয়র না হয়ে কিছুই বলতে পারব না। আমি ওকে লাভ করি ভাট ওর মনেরটা জানিনা।
তুলি : তাইলে তুই প্রপোজ করে দেখ কি হয়,,
আমি : ভয় করে যদি একসেপ্ট না করে?
তুলি : এক কাজ করি আমি গিয়ে জিগ্যেস করে দেখি কি বলে,,
আমি : তা পারিস কিন্তু আমি তোকে যা বললাম এগুলো কিছুই বলবিনা,,
তুলি : ওকে আই উইল ট্রাই মাই বেস্ট,,
আমি : হুম ????????
,,,,,,,,,,,,,,,,,,
( কিছুক্ষণ পর তুলি আসল মিমের সাথে কথা বলে,,দেখে মনে হলো good news)
আমি : কিরে কি হলো?
তুলি : মিমও মনে হয় তোকে লাভ করে,,
আমি : (খুসিতে হাবুডুবু খাচ্ছি) রিয়লি!!!!!
তুলি : হুম, তবে তোকে প্রপোজ করতে হবে,,
আমি : এটা আমি পারব না,, প্রথমে ওকে প্রপোজ করতে হবে,,
তুলি : পাগল নাকি তুই,, মেয়েরা কখনো আগে প্রপোজ করে না. সো প্রপোজ তোকেই করতে হবে,,
(তারপর ওকে অনেক ভাবে বুঝিয়ে রাজি করালাম যে প্রপোজ আগে মিমকেই করতে হবে।। আসলে আমার যে ভয় করে এসব বলিনি।)
দুদিন পর মিম এসে আমাকে প্রপোজ করল,, আমিও তাকে লাভ ইউ টু থ্রি বললাম।
,,,,,,,,,,,কিছুদিন যেন স্বপ্নের মতো মনে হলো,,
কিন্তু প্রায়ই খেয়াল করতাম যে মিম আর আগেকার মতো নেই,, যেন যতাসম্ভব আমাকে ইগনোর করতে শুরু করল,,
হঠাৎ একদিন মিমের এক বান্ধবি এসে আমাকে বলল যে মিম আমাকে ডাকছে। কিছুটা অবাক হলাম,, কারণ যেকোন প্রয়োজনে ও নিজে আসে,, তাহলে হঠাৎ কেনো অন্য কাউকে পাঠালো,,??
আমি : ডেকেছ নাকি,,??
মিম : হুম,, আই এম সরি,,, আসলে আমি তোমাকে ভালবাসি না,,
আমি : মানে কি এসবের? দেখ সবকিছুতে মজা করা ঠিক নয়,,
মিম : আমি সিরিয়াস,,
(তখন মন চাইছিল তাপড়াইয়া সবগুলো দাত ভেঙে দিতে। কিন্তু পারলাম না,, কারণ ততদিনে আমি ওকে অনেক ভালবেসে ফেলেছি। যা এতো তাড়াতাড়ি ঘৃণায় বদলায় নি,,)
তারপর মিমকে ভুলার জন্য অনেক চেষ্টা করেছি,, কিন্তু পারিনি। কারণ, বড্ড ভালবেসে ফেলেছি,,
প্রায় দুবছর পর যখন আমাদের এসএসসিএ এক্সাম চলে আসল, তখন বিদায়ি ক্লাসের দিন মিম এসে বলল
মিম : দেখ যা হয়েছে তার জন্য আমি দুঃখিত,,
আমি তখন কি করব ঠিক বুঝতে পারিনি,, তাই রাগে ওকে ধাক্কা দেই,, কিন্তু পরে আবার নিজেই দুঃখ পাই কেন ওকে এভাবে ধাক্কা দিলাম,, ও হয়তো আমাকে ভালবাসে না কিন্তু আমি তো বাসি,, পরে সরি বলার চেস্টা করেছি বাট বলতে পারনি,,
,,,,,,,,
,,,,,,,,,
জানি যে এই লেখাটা মিম কোন দিনও পড়বে না,,
কিন্তু আমিও বলতে চাই আজও ভালবাসি তোমাকে।।
আজও তোমার সাথে হাটার স্বপ্ন দেখি,, যদিও জানি যে তা আর কখনও সম্ভব নয়,,,,
******---
বি:দ্র: গল্পটি আমার জীবনের এবং শতভাগ সত্য।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now