বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভাইয়া ঐ লিপস্টিক টা আমার খুব পছন্দ
হয়েছে।কিনে দিবি?
-ভাইয়া দেখ এই ড্রেসটা পড়লে আমাকে
কেমন লাগে?
-ভাইয়া চকলেট খাব।
-ভাইয়া বাসাই আসার সময় আমার জন্য
আইসক্রিম নিয়ে আসবি কিন্তু.. -ভাইয়া
মোবাইলের লকটা একটু খুলে দে
না..গেম খেলব।
-ভাইয়া কম্পিউটারের পাসওয়ার্ড টা বল
না..প্লিজ
-ভাইয়া তোর জিএফ আছে? -ভাইয়া ঘুম
থেকে উঠ.. -ভাইয়া আমাকে খাওয়াই
দিবি? -ভাইয়া আজকে আমাকে ঘুরতে
নিয়ে যাবি?
-ভাইয়া এই ঈদে কিন্তু আমাকে এই
ড্রেসটা
কিনে দিবি।
-ঐ তুই আমারে না দিয়ে চকলেট খাইছিস
কেন,দাড়া,আব্বুরে চকলেট নিয়ে আসতে
বলতিছি..তোরে দেখাই দেখাই খাব।
তখন
সূচার মত চাবি না।
.
একটা ছোট বোন এরকম হাজারো দাবি
তার
ভাইয়ের কাছে রাখতে পারে।
... বোনে ছাড়া জীবন লবণছাড়া
তরকারীর
মত।কিন্তু তরকারীতে তো আবার লবণ
নেওয়া যাই,কিন্তু বোনের অপূর্ণতা
জীবনে
কখন ও পূরন করা যাই না।
.
যাদের বোন আছে,তাদেরকে বলি। --
→^ভাই,বোন পাওয়া সত্যি ভাগ্যের
ব্যাপার। বোনের অনুভূতিগুলোকে একটু
মূল্য
দিতে শিখুন। ভালোবাসুন বোনকে।
বোনকে
ভালোবাসলে আপনি জীবনে
কোনোদিনও
ঠকবেন না
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now