বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এর নাম শুনেলেই আমরা চমকে উঠি। আমদের দেশের বিভিন্ন লোককথা থেকে এই কালনাগিন সাপের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়ে থাকে বাসরঘরে বেহুলার মৃত্যুর কারন এই কালনাগীন। আমরা অনেকি হয়তো জানীনা যে কালনাগিন সাপ এক টি বিষহীন এবং অত্যন্ত নিরিহ একটি সাপ। মানুষ যদি তাদের কোণঠাসা না করে তাহলে এরা কখনোই কামড় দেবে না। আর এদের কামড়ে কখনই মানুষ মারা যায় না। কালনাগীন সাপের ইংরেজি নাম Ornate Flying Snake । বৈজ্ঞানিক নামঃ Chrysopelea ornata । এদের ভারত এবং বাংলাদেশ সহ দক্ষিন পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যাই। এরা তিন ফিটের মত লম্বা হয়ে থাকে। এরা সাধারণত গাছ কিংবা ঝোপের উপরে থাকে এবং টিকিটিকি, ব্যাঙ, ইত্তাদি খেেয়ে থাকে। এদের “ঊরুক্কু সাপ” বলা হয়ে থাকে কারন এরা উঁচু এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে হাওয়াই শরীর ভাসিয়ে লাফ দে। কালনাগিন সাপ আমদের দেশের সাপুড়ীদের কাছে খুবীই জনপ্রিয় এক টি সাপ। এক সময় গ্রামের ঝুপঝার সহ প্রাই সবখানেই এদের দেখা মিলত। কিন্তু আজ আমদের অজ্ঞতার কারণে এরা হারিয়ে যেতে বসেছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...