বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পনচোগরে চারদিন পব-4

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siyam khan (০ পয়েন্ট)

X ওয়ারিস আমিন:বইটি দেখা যাবে কি? টিচার:বইটি ছাএছাএীদের হাতে দেওয়া হয়না। শুধু রবিবার বইটি schoolএ পরানো হয়,ঐ সময় অফিস থেকে এনে তাদের হাতে দেয়া হয়। পরা হলে আবার অফিসে রেখে দেয়া হয়। বাসায় আনতে দেয় না। এটা নিয়ে আমাদের মসজিদে একবার আলোচনা হয়েছিল,তাই তারা সতক হয়ে গেছে। ওয়ারিস আমিন:আমরা শুনেছি সেখানে মুসলমান শিশুদের খিসটান বানানো হয় কিভাবে? টিচার:তাদেরকে শুধু খিসটান ধমের বই পরতে দেয়া হয়,ইসলাম ধমের বই পরতে দেয়া হয় না। আর রবিবার খিসটানদের ইবাদতের দিন। সেদিন মুসলিমসহ সকল শিশুদের তাদের সাথে ইবাদত করতে হয়। সেখানে বাইবেল পরা,ছবি আঁকা,নাচ-গান শেখানো হয়। তাদের সবদিনই খাবারের আয়োজন হয়,শুধু দুই দিন বাঁদে। সব শিশুরা খাওয়ার আগে মাথার ওপর হাত রেখে বলে:হে পভু যীশু,তুমি যে আমাকে খেতে দিয়েছো যাদের দাওনি তাদের দাও। তারা নিজেকে যীশু ভাবে। কি বলেন,তাহলেতো খিসটান হতে আর কিছু বাকি থাকে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now