বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পিপীলিকার পাখা গজায় মরিবার তরে পব-2\শেষ

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siyam khan (০ পয়েন্ট)

X চারজনকে রেকি করতে দেয়া হলো। তারা তিনদিনে তিন মাইল হেঁটে পাক-বাহিনী আর রাজাকাররা কোথায় আছে,কিভাবে আছে?কি করছে?সব ধরনের খোঁজ নিয়ে,চারিদিক দিয়ে পিঁপরার বাহিনী ওদের ঘিরে ধরলো। রাত বারোটা। চারিদিক থেকে পিলপিল করে পিপীলিকা ফাইটের দামামা বাজিয়ে সরাসরি ঢুকে গেলো মেজরের রুমে। 1লাখ 99হাজার পিঁপরা বাহিনী একসাথে মেজরের ওপর ঝাঁপিয়ে পরলো। শুরুতে নাকে তারপর চোখ-মাথাসহ সারা শরীর এ শুধু পিঁপরা আর পিঁপরা,যেখানে মেজর হাত দেয় সেখানেই শুধু দলা-দলা পিঁপরা। রাত গভীর সেনটি ছারা সবাই ঘুমিয়ে এবং সবাই আহত। পিঁপরার দল সবাইকে একযোগে গেরিলা হামলা করা হয়েছে। বিপদ-সংকেত বাজানো হলো। পিঁপরার কামরে সবাই বেহুশ। ওলট-পালট গোলাগুলিতে 40জন খতম। আর 20জন দৌরে জীবন বাঁচাল। তবে ওখানেও পিঁপরার দল মজুদ ছিল। আবার হামলা করা হলো। সব পাক-সেনারা চিতকার করে আর বলে:ওরে বাঁচাওরে গেলামরে। তারপরও নো দয়া কামরে কামরেমেরে ফেলে ওদের এলাকাটিকে বাঁচাল। পিঁপরাদের মুখে এখন একটিই গান:পিপীলিকার পাখা হয় মারিবার তরে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Saju Ahmed
    User ৫ বছর, ৪ মাস পুর্বে
    অসাধারণ!!!!