বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি সাদামাটা কাহিনী পব-4

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siyam khan (০ পয়েন্ট)

X তবে এবার নাম বলল:ঐ নেতা কাকুর। সেদিন বাবু তার কাকুকেই মরন দিয়ে বসলো,যথারীতি পরদিন সকাল দশটায় ভেতর ঐ কাকু কবরে। অকাল মৃতুতে সবাই শোকাহত। বাবু এবার নিজেও কাঁদতে-কাঁদতে বলে:আহারে,আমার নেতা কাকু। তোমার সাহস কত ছিল। এখন আমাকে কে সাহস দিবে?তো যাই হোক,বাবুর জনমোদিন পালন ঐবছরেই শেষ হয়ে গেল। তিন বছর চলে গেল। এর ভেতরে কেউ আর বাবুর জনমোদিন পালন করার কথা একটি বারও কেউ মুখেই আনলো না। ভাবটা এমন যে যার নাম বলবে সে মারা যাবে। বাবুর বাবা-মা গবেষনা করছে কার নাম বলিয়ে এবার কাকে মারা যায়। জোর করে বলানো হলে কাজ হবে কিনা!নাকি মনে মনে যার নাম বলবে সেই কতল হবে!তিন বছরে নিকট সজনরা যখন কেউ মারা গেলো না,তখন তাদের ধারনা নিজে যার নাম বলবে সে মারা যাবে। আর তাদের বাহিরে কারো নাম বললে তার কি ফল হবে সেটা করার মত কারোর সাহসই নেই। তিন বছর পর আবার বাবুর জনমোদিন পালনের ভাবা ভাবতে লাগলো বাবুর বাবা-মা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৩১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now