বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাজে গল্প ১

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান গাজী আশরাফ সিদ্দিক (০ পয়েন্ট)

X বাজে গল্প ১ দুই বন্ধু ছিলো , একজন অন্ধ আর একজন কালা। দুইজনে বেজায় ভাব। কালা বিজ্ঞাপনে পড়িলো আর অন্ধ লোকমুখে শুনিলো, কোথায় যেন যাত্রা হইবে, সেখানে সঙেরা নাচগান করিবে। কালা বলিলো , "অন্ধ ভাই চলো, যাত্রায় গিয়া দেখি"। অন্ধ হাত নাড়িয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিলো, "কালা ভাই চলো , যাত্রায় নাচগান শুনিয়া আসি।" দুইজনে যাত্রার আসরে গিয়া বসিলো। রাত দুপুর পর্যন্ত নাচগান চলিলো, তারপর অন্ধ বলিলো, "বন্ধু , গান শুনিলে কেমন?", কালা বলিলো, "আজকে তো নাচ দেখিলাম , গানটা বোধহয় কাল হইবে।" অন্ধ ঘনঘন মাথা নাড়িয়া বলিলো, "মূর্খ তুমি! আজ হইলো গান, নৃত্যটাই বোধহয় কাল হইবে।" কালা চলিয়া গেলো। সে বলিলো , চোখে দেখনা তুমি নাচের মর্ম জানিবে কি? অন্ধ তাহার কানে আঙুল ঢুকাইয়া বলিলো "কানে শোননা , গানের তুমি কাচকলা বুঝিবে কি?" কালা চিৎকার করিয়া বলিলো "আজকে নাচ কালকে গান।" অন্ধ ঠ্যাং নাচাইয়া বলিলো, "আজকে গান কালকে নাচ।" সেই হইতে দুইজনের ছাড়াছাড়ি। কালা বলে, " অন্ধটা এমন জুয়োচোর, সে দিনকে রাত করিতে পারে।" অন্ধ বলে , "কালাটা যদি নিজের কথা শুনিতে পাইতো, তবে বুঝিতো সে কত বড় মিথ্যাবাদী"।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৯১ জন


এ জাতীয় গল্প

→ বাজে গল্প ৩
→ বাজে গল্প ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now