বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

“জীবন পুতুল খেলার গল্প” বইয়ের রিভিউ

"বুক রিভিউ " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোহাম্মদ শাহজামান শুভ (০ পয়েন্ট)

X মোহাম্মদ শাহজামান শুভ রচিত “জীবন পুতুল খেলার গল্প” একটি ব্যতিক্রমধর্মী ছোটগল্প সংকলন, যেখানে জীবনের অনিশ্চয়তা, ভাঙন, স্বপ্ন আর বেদনাকে নতুন রূপে উপস্থাপন করা হয়েছে। বইয়ের নাম থেকেই বোঝা যায়—মানুষের জীবন অনেকটা পুতুল খেলার মতো; কখনো অন্য কারও হাতে নিয়ন্ত্রিত, আবার কখনো অদৃশ্য নিয়তির সুতোয় বাঁধা। গল্পগুলোতে উঠে এসেছে গ্রামীণ জীবন থেকে শুরু করে আধুনিক নগরজীবনের দ্বন্দ্ব, পারিবারিক টানাপোড়েন, ভালোবাসার সংগ্রাম, সামাজিক ভণ্ডামি এবং সম্পর্কের ভঙ্গুরতা। লেখক জীবনের ঘটনাগুলোকে নিছক বর্ণনা করেননি, বরং সেগুলোকে পাঠকের হৃদয়ে আঘাত করার মতো গভীর শিল্পগুণে প্রকাশ করেছেন। প্রতিটি গল্পে চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। তাদের হাসি-কান্না, আশা-নিরাশা পাঠককে ভাবিয়ে তোলে—আমরা কি সত্যিই নিজের জীবনের পরিচালক, নাকি শুধু কুশীলব? ভাষার দিক থেকে বইটি সাবলীল, সহজ কিন্তু কাব্যিক। লেখকের বর্ণনায় একটা আলাদা টান আছে, যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে। কখনো মনে হয়, তিনি গল্প লিখছেন না, বরং মানুষের না-বলা ব্যথাগুলো কাগজে তুলে ধরছেন। বইটির একটি বড় গুণ হলো—এতে একদিকে আছে বাস্তবতার নির্মমতা, অন্যদিকে আছে আশার আলো। ভাঙা জীবনের ভেতর দিয়েও তিনি দেখিয়েছেন নতুন সূচনার সম্ভাবনা। এই দিক থেকেই “জীবন পুতুল খেলার গল্প” শুধু গল্পসংকলন নয়, বরং জীবনবোধের এক অনন্য দলিল। সবশেষে বলা যায়, “জীবন পুতুল খেলার গল্প” পড়লে পাঠক জীবনের অন্দরমহলের দিকে এক ঝলক তাকানোর সুযোগ পাবেন। এটি কেবল বিনোদন নয়, বরং চিন্তার খোরাক জাগানো একটি সাহিত্যকর্ম। বিশেষ করে যারা সম্পর্ক, সমাজ ও মানবমনের জটিলতা নিয়ে পড়তে ভালোবাসেন, তাদের জন্য বইটি অবশ্যপাঠ্য।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now