বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সিটের ওপর নাম কিছু লেখা নেই।সিটটা নিজের কাছেই রেখে দিল।আবার পড়তে শুরু করলো।একটু পরে একটা ছেলে কাছে এসে বললো,"এইতো এটাই আমার সিট।"
ইবা তাকিয়ে বলল,"এটা আপনার?"
" জ্বী।ভুলে পড়ে গেসিল।"
"আপনি বিসিএস দিবেন এবার।"
ছেলেটা পাশে বসে বললো,"না আমার এবার থার্ড ইয়ারে।প্রিপারেশন নিচ্ছি।"
"আমিও নিব এই বছর থেকে।আমি সেকেন্ড ইয়ারে।"
"ওহ ভালো তো।নেন এখান থেকে।"
তাফসিন ইবার সামনে দাঁড়িয়ে বললো,"দোস,দেরি হয়ে গেল আসতে।আর সবাই কোথায়?এখনো আসেনি।এদের নিয়ে কিযে জ্বালা।আজকে একটু ঘুরতে যাবো।কেউ আসেনি।"
ইবা বললো,"ক্লাস করবি না?"
"সবাই করলে।"
তাফসিন এই মেয়েটা সবসময় এইরকম দেরি করে আসবে আর এইসব কথা বলবে।পাশের ছেলেটাকে দিকে তাকিয়ে বলল,"আরে ইবা দুলাভাই নাকি। ওয়াও কত হ্যান্ডসাম স্মার্ট!কিত্নু তুই তো আগে বলিস নি।বদমাশ একটা।"
"আরে আমি কি বলবো?"
"কি বলবি মানে? কতদিন থেকে চলে এসব ?"
রাফিন কাছে এসে বললো," কি হয়েছে তোদের? চিল্লাচিল্লি কেন করছিস?"
"দেখ না আমাদের দুলাভাই আছে ইবা এখনো বলেনি।"
ছেলেটা উঠে দাঁড়িয়ে বললো,"ধন্যবাদ আপনাকে আমার লেকচার সিট রেখে দেওয়ার জন্য।অনেক উপকার হলো আমার।ইম্প্যান্ট ট্রপিক আছে এখানে।ভালো থাকবেন।"
ছেলেটা ছেলে গেল।
তাফসিন পাশে বসে বললো,"প্রেমিক কি কখনো এইভাবে বলে?"
ইবা ব্যাগ ভালো করে কাঁধে নিতে নিতে বললো," ছেলেটা আমার কেউ না।ক্লাসে যাই।"
তাফসিন হতাশ হয়ে বলল,"ভাবছি ছেলেটা ওর প্রেমিক।"
রাফিন বললো,"তুই যাকে তাকে প্রেমিক ভাবিস।চল ক্লাসে।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now