বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শেষ ট্রেনের অপেক্ষায় ????

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Arman Ali(guest) (০ পয়েন্ট)

X গল্প: শেষ ট্রেনের অপেক্ষা শিরোনাম: শেষ ট্রেনের অপেক্ষা লেখক: গল্পের ঝুড়ি --- রাত ১১টা বেজে গেছে। প্ল্যাটফর্মে এখন আর তেমন ভিড় নেই। বাতাসে এক ধরনের ঠান্ডা নিঃশব্দতা ছড়িয়ে আছে। লালু বসে আছে এক কোণে, একটি পুরোনো ব্যাগ তার পাশে রাখা। সে জানে, আজকের ট্রেনটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন। এটা মিস করলে শুধু রাতটাই না, হয়তো পুরো জীবনের হিসেবটা এলোমেলো হয়ে যাবে। মনে পড়ছে রূপার কথা—তিন বছর আগে, এই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেছিল, “তুমি যদি সত্যিই ফিরে আসো, আমি অপেক্ষা করব। একদিন, শেষ ট্রেনের অপেক্ষায়।” লালু কখনো চিঠি পাঠায়নি, কখনো খোঁজও নেয়নি। শুধু সময়ের উপর ভরসা রেখেছিল। আর আজ, শেষ ট্রেনটা এসে থামবে কয়েক মিনিটের মধ্যে। হঠাৎ একটা মৃদু শব্দে চোখ তুলে তাকালো সে। প্ল্যাটফর্মের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মুখ ঢাকা একটা লাল ওড়নায়। লালুর বুক ধক করে উঠলো। হয়তো ওটাই রূপা। হয়তো নয়ও। তবু সে উঠে দাঁড়ায়। শেষ ট্রেনটা ঢুকছে স্টেশনে। শব্দে শব্দে মিলছে অপেক্ষার ছন্দ। --- শেষ। আপনার মতামত জানাতে ভুলবেন না। পরের গল্পের জন্য চোখ রাখুন “গল্পের ঝুড়ি”তে! পরের অংশের গল্প শোনার জন্য কমেন্ট করুন????️????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now