বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ব্যাস্ত শহরের বাসিন্দা

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X ব্যাস্ত শহরের বাসিন্দা লেখকঃ নাফিজ আহমেদ,, এই শহরে একেক জন শহরবাসীর মনের গেঁথে আছে একেক ধরনের গল্প। তেমনই তারিখের জীবনেও যেন বহাল আছে এক বিরাট গল্পের ভান্ডার। তারিখ এই শহরেরই একজন বাসিন্দা। ছোট্ট বেলা সে থেকে খুব একটা ধর্ম মেনে চলেনি। নিজেকে বিলিয়ে দিয়েছে বিভিন্ন খারাপ সংঘের সাথে। সে একজন সাধারণ শিক্ষিত, এশী জ্ঞানে খুব একটা ওয়াকিবহাল নয়। জীবনের প্রথম দিকে সে খুব একটা খারাপ ছিল না। তবে সময় এবং সংঘ প্রতিটা মানুষকে ভালো, খারাপ করে তৈরী করে। যে ব্যাক্তি ভালো সংঘের সাথে মিশে চলবে সে অবশ্যই ভালো হবে আর যে খারাপের সাথে মিশে চলবে সে ঠিকই তার সংঘের প্রভাবে প্রভাবিত হবে। ঠিক তেমনই হয়েছে তারিখের জীবনের সাথে। জীবনের একটা সময়ে সে বিভিন্ন মানুষের সাথে মিলে নানান রকমের নেশার সাথে জড়িয়ে গেল। শুরু করে দিল ধ্বংসের তান্ডব। বাবার জমিয়ে রাখা টাকা পয়সা সব কিছু বিভিন্ন পন্থায় হাতিয়ে নেয় আর ঐসমস্ত টাকা পয়সা দিয়ে গ্রহণ করতে থাকে দেশী-বিদেশী নানান রকমের নেশা দ্রব্য। এইভাবেই অতিবাহিত হতে থাকে তার দিনগুলি। চোখের সামনেই একের পর এক পরিবারের সদস্যদের মৃত্যু হতে থাকে। সাময়িকের জন্য ঐগুলাে থেকে দূরে থাকলেও আগে যাই ছিল তাই হয়ে যায়। তারা তিন ভাই ছোট্ট ভাইটা চোখের সামনেই মারা যায়। কিন্তু তার কিছু করার নেই। ধীরে ধীরে নেশাটা যেন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে সে কঠিন ভাবে সিদ্ধান্ত নিল, এবার এই বদঅভ্যেস টা ছাড়তেই হবে। যেই চিন্তা সেই কাজ নিয়ে সে শুরু করে দিল এক কঠিন পরিক্ষা। ক্রমাগত সে নিজের নফসের সাথে কঠিন লড়াইয়ে মেতে উঠলো। মাঝে মাঝে মনে হয় যে সে হয়তো পারবে না, কিন্তু তারিখ তখনো হাল ছাড়েনি বরং নিজের করা অঙ্গীকার পুরা করার জন্য কঠোর ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমি জানিনা তারিখ কতদূর এগিয়ে যাবে,কিন্তু তার জন্য আমার দোয়া সবসময় থাকবে। হাজারো তারিখ প্রতিনিয়ত এই শহরে ব্যস্ত মানুষদের মাঝে ঘুড়ে বেড়াচ্ছে কিন্তু তারা আমাদের চোখের সামনে থাকলেও আমরা অবলোকন করতে পারিনা। তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যেটা আমাদের মুসলিম সমাজের জন্য কখনোই কাম্য নয়। প্রার্থনা করি আল্লাহ তায়ালা সকল তারিখ দেরকে হেদায়েত দান করুক। আমিন,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১১২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now