বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অতীতের স্মৃতিঃ
লেখকঃ নাফিজ আহমেদ,,
অনেক দিন হলো একাকী কোন জায়গায় ঘুরতে যায়নি। এইজন্য আজকে সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে একলা পথে ঘুরতে বাহির হলাম। একাকী পথচলা নিজের ভিতর এক অন্য রকমের উপলব্ধি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি চলে গেলাম এক স্মৃতি জড়িত স্থানে। একটা সময় ছিল যখন এখানে আমরা সকলে মিলে একসাথে এসে আড্ডা দিতাম । আমরা সকল বন্ধুরা মিলে এখানে একত্রিত হয়ে কত রকমের যে গল্প করতাম। সে গুলো আজ মনে করলেই হৃদয়ের ভিতর কেমন যেন একটু খারাপ লাগা কাজ করছে। আজ কতদিন হলো কোন বন্ধুদের সাথে তেমন কোন যোগাযোগ নেই। একএক জন একএক পথের পথিক। সময় আমাদের সকলের পথচলাকে ভিন্ন করে দিয়েছে। একটু পরেই আরেক নতুন জায়গায় গেলাম। পৌঁছাতেই মনে পড়ে গেল এই তো কয়েক বছর আগেও আমি আর ফরহাদ এখানে এসেছিলাম। দৈনিক কতজনের সাথে যে এই জায়গায় ঘুরতে আসি তার কোন ইয়ত্তা ছিল না। কিন্তু আজ কত বছর পর যে এই জায়গায় আসলাম তা মনেও পরে না। আগে এখানে আসা টা আমাদের নেশা ছিল, এই গাছতলায় বসে আড্ডা দেওয়া টা আমাদের নেশা ছিল। কিন্তু আজ সেই একই জায়গায় আসা টা আমাদের কারওর ইচ্ছাও নেই। এটা সময়ের পার্থক্য৷ বর্তমানের কর্ম ব্যস্ততার মাঝে অতীত কে মনে করলে যেন অনেক কষ্ট হয়। কিন্তু কি আর করা সময়ে সাথে তো সকলকেই চলতে হবে। সময় তো কারওর জন্য অপেক্ষা করে না। অতীতের অনেক স্মৃতি ডায়েরির পাতায় ধূলো জমা হয়ে আছে,লেখা শুরু করলে হয়তো লেখাটা অনেক বৃহৎ সাগরের ন্যায় রুপ ধারণ করবে, এইজন্য বেশি বড় না করে এতটুকুতেই সমাপ্ত করলাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now