বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সমাপ্ত হলো রমজান
লেখকঃ নাফিজ আহমেদ,,
মুসলমানদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সাওম অন্যতম ইবাদত। এই সময় সকলেই সাওম পালন করায় ব্যাস্ত থাকে। যদিও সমাজের কিছুসংখ্যক মানুষ এখনও এর মর্ম বুঝতে পারেনি। তবে যারা এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে তারা কখনো ইচ্ছাকৃতভাবে সাওম ভঙ্গ করেনা। সাওম আরবি শব্দ এটাকে আমরা প্রচলিত ভাবে রোজা বলে সম্বোধন করি। মুসলিম নর নারী এগারোটি মাস অপেক্ষা করে এই পবিত্র মাসটির জন্য। এই পবিত্র মাসের পূর্বে সকল গোনাহগার নিজেকে গোনাহের ভিতর নিমজ্জিত রাখলেও এই মাসে সে সমস্ত মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্ছ চেষ্টা করে। এই মাসে মহান আল্লাহ তায়ালা বান্দার সমস্ত আমলকে বৃদ্ধি করে দেয়। বান্দা যদি একটা ভালো কাজ করে তাহলে আল্লাহ তায়ালা সত্তরটি ভালো কাজের ফল দান করে। তাছাড়া এই মাসেই মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত পথ প্রদর্শক হিসাবে কুরআনুল কারিম অবতীর্ণ হয়েছে। এই কিতাবের জন্যই আল্লাহ তায়ালা এই মাসটিকে এত বেশি সম্মানিত করেছেন। কিন্তু সকল মাসের ন্যায় এই মাসেরও শেষ আছে। আরবি প্রতি মাস ২৯ অথবা ৩০ দিনে সমাপ্ত হয়। ঠিক তদ্রূপ আজকে মাসের ২৯ তারিখ। একেবারে শেষের দারপ্রান্তে আমরা উপনীত হয়েছি। আজ সন্ধ্যায় চন্দ্র দেখার পর সিদ্ধান্ত হবে আগামীকাল রোজা হবে কিনা। সুতরাং এই রহমতের মাসে সকল কবরবাসীকে রব আজাব থেকে মাসিক ছুটি দান করে। রসুল সঃ বলেনঃ রমযান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। আর শয়তানগুলোকে শিকলবন্দী করে দেয়া হয়। সুতরাং আল্লাহ তায়ালা এতদিন যাবৎ জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে রেখেছিল। সকল জাহান্নামিদের আজাব থেকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু রমজান এর শেষে আবারও তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে তাদের নির্ধারিত স্থানে। বাহ্যিক দৃষ্টিতে আমরা ঈদ উপলক্ষে আনন্দ করলেও যারা কবরবাসী তারা দুঃখে নিজেদের বুক ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ তায়ালা সকল কবরস্থ ব্যাক্তিদেরকে ক্ষমা করুক,, এটাই চাওয়া। সমস্ত রহমত,মাগফিরাত, নাযাত নিয়ে সমাপ্ত হলো রমজান।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now