বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মানুষ রুপি পশু

"ক্রাইম" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X মানুষ রুপি পশু লেখকঃ নাফিজ আহমেদ,, দশম শ্রেণীতে পড়ে মেয়েটি। লেখাপড়ায় খুবই পারদর্শী। সর্বদা মা-বাবার কথা অনুযায়ী চলাফেরা করে। কখনো পিতা-মাতার মনে সে কষ্ট দেয়না। প্রতিদিন সকালে স্কুল এবং সেখান থেকে বাসায় এই ভাবেই অতিবাহিত হত প্রতিদিনের জীবনটা। কয়েকমাস পর মেয়েটার পরিক্ষা এই জন্য লেখাপড়ায় বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিদিন তিনটা কোচিং করা লাগছে। এক নির্জন সন্ধ্যায় সে কোচিং থেকে বাসায় প্রত্যাবর্তণ করছে। প্রতিদিন সাথে বান্ধবী থাকে আজ ওঔ কোচিং পড়তে আসেনি এই জন্য একাই বাড়ি দিকে যাচ্ছে। এমনত অবস্থায় কিছু মানুষ রুপি পশুরা তার পিছু নিল। মেয়েটা যথাযথ দুরত্ব যাওয়ার চেষ্টা করল কিন্তু সে ঐ পশুদের হাত থেকে বাঁচতে পারল না। কিছুক্ষণের মধ্যে তারা মেয়েটাকে আটক করে এক নিস্তব্ধ জনমানবহীন স্থানে নিয়ে গেল। সেখানে মেয়েটাকে তারা নির্মমভাবে নির্যাতন করল। এই দিকে তার পরিবারের লোকজন তাকে খোঁজার জন্য বাহির হয়ে গেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। অবশেষে সকলে এক নিস্তব্ধ জনমানবহীন স্থানে মেয়েটাকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখল। এক মূহুর্তও দেরী না করে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেল। জরুরি চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরল। তার পরিবার এর লোকজন তার পাশেই ছিল। পরিবারের সদস্যরা জানতে চাইল কিভাবে কি হলো। মেয়েটা এক বুক কষ্ট নিয়ে সবকিছু বলল তার পরিবারকে। হঠাৎ আগত কালবৈশাখী যেমন মানুষের সবকিছু উল্টেপাল্টে দেয় ঠিক তদ্রূপ ঐ ঘটনাও যেন মেয়েটা জীবনকে উল্টেপাল্টে দিল। সে এখন আর আগের মতো লেখাপড়ায় মন দিতে পারেনা। আগের মতো সকলের সাথেও মিশতে ইচ্ছা করেনা। পারেনা আগের মতো সকলের সাথে একত্রিত হয়ে নানান রকমের কাজ করতে। আজ কিছু মানুষ রুপি পশুদের জন্য তার জীবনটা একেবারে ভেঙে তছনছ হয়ে গেল। আমাদের সমাজের প্রতিটা আঙিনায় এই ধরনের মানুষ রুপি পশুরা বসবাস করছে। এইজন্য আমরা নিজেরাই নিজেদের মা-বোনদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্ছ চেষ্টা করব।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১২৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now