বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অভিনয়
লেখক :লতা সরকার
আমাকে ছেড়ে তুমি যেওনা, খুব ভালোবাসি তোমায়।
তুমি কেনো বুঝতে পারছো না তটিনী তোমাকে এখন আমার আর ভালো লাগে না।তাছাড়া আমার পরিবার ও চায় না আমি তোমাকে বিয়ে করি।
এমন করে বলোনা সমুদ্র আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, বাঁচব না তোমায় ছাড়া, যেওনা সমুদ্র।
সমুদ্রের পা জরিয়ে কাঁদছে তটিনী আর সমুদ্র তটিনীকে লাথি দিয়ে সরিয়ে চলে গেছে।
কি হয়েছে তটিনী এভাবে কান্না করছিস কেনো?
নিহারীকা তুই তুই বলনা একবার বুঝিয়ে আমি যে বাঁচব না রে....
বাড়ি চল, বলবো আমি বুঝিয়ে।
আরে মামা কি খবর, আজ এতো খুশি খুশি হুম ব্যাপার কী?
আপদ বিদায় করলাম রে,তাই আর কি।
কাজ টা তুই ঠিক করিসনি সমুদ্র। তটিনী তোকে সত্যি ভালোবাসে আর তুই কিনা ওর সাথে অভিনয় করেছিস ভালোবাসার।তুই তো এমন ছিলি না।
যে মেয়েটাকে পাবার জন্য পাগল ছিলি আর আজ পেয়ে ও তাকে হারাচ্ছিস।
ওর প্রতিটি ফোটা চোখের জলের দাম তোকে দিতে হবে।
আাকাশ আমি কিন্তু ভুলে যাব তুই আমার বন্ধু। বন্ধু বন্ধুর মতোই থাক,তাছাড়া ওর বয়স বেড়েছে ভালো লাগে না ইয়ার..
বয়স টা কিন্তু তোর জন্যই বেড়েছে ভুলে যাস না।
হাহাহাহা যা মন চায় বল,আমি গেলাম আমার জন্য আমার পরি অপেক্ষা করছে দেখতে সুন্দর,লম্বা আর একমাত্র কন্যা বয়স ও কম যেমন টা আমি চাই ঠিক তেমন বায়।
সমুদ্র ভুল করছে একদিন ঠিক বুঝতে পারবে। চল সুমন আমরাও যাই।
তটিনী বালিশ চেপে কান্না করছে,ছয় বছরের ভালোবাসা চাইলেই ভোলা যায় না।
কেনো এমন করলে সমুদ্র কেনো? আমার সমস্তটা দিয়ে তোমায় ভালোবেসেছি। আমার ভালোবাসা মিথ্যে ছিল না।
যার জন্য আজ এমন করলে তার থেকে যেনো কষ্ট না পাও।ফ্যানের দিকে তাকিয়ে বললো কথাটা।
তটিনীর মা দরজা খুলে চিৎকার দিলেন........
এটাই আমার প্রথম লেখা তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।যদি ভালো লাগে তবে আমি পরের পর্ব দিব।আর সবাই আমাকে সাহায্য করবেন,ধন্যবাদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now