বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমিহীন দুনিয়া

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X আমিহীন দুনিয়া লেখকঃ নাফিজ আহমেদ,, নিকোষ কালো আধারে ঘেরা কোন এক প্রহরে আমার পথচলা শেষ হবে। আমিহীন এই পৃথিবীতে কোনকিছুই আমার জন্য থেমে থাকবে না। সবকিছুই সময় মাফিক চলবে। পূর্ব আকাশের রঙিন সূর্যটাও নিজ গতিতে প্রতিদিন ভেসে উঠবে নীল গগনে। আপন পরিবারও সবকিছু মানিয়ে নিবে সময়ের সাথে। আমার জন্য তখন আর কেউই চোখের জল ঝড়াবে না ভূখণ্ডের মধ্যে। বেলা শেষে গ্রামের চৌরাস্তার মোরে আমার প্রাণ প্রিয় বন্ধুগুলোও আর আমার জন্য অপেক্ষা করবে না এক মূহুর্তও। আম্মুও কোনদিন সূর্যদ্বয়ের সময় আমার ছোট্ট ঘরে এসে তার মধুর কন্ঠ দিয়ে ঘুম থেকে ডেকে তুলবে না। বলবে না যা বাবা স্কুলে যা তোকে মানুষের মতো মানুষ হতে হবে। বাবাও আর কখনও তার মিত শাষণ করে নিজেদের ক্ষেতের কাজের জন্য মাঠে নিয়ে যাবে না। যেই আত্মীয় স্বজনরা সর্বসময় আমার খোঁজ খবর নিত, তারাও আর কোন দিন আমার নাম পর্যন্ত নিবেনা। এ যেন এক গভীর মায়া মরিচিকা। স্কুলের যেসব বন্ধুরা সব সময় আমার অপেক্ষায় উপবিষ্ট থাকত, আজ তারা আর আমার কথা মনেও করেনা। বিকালের সেই সোনালী আকাশটাও আর আমাকে তার আপন রঙে কখনো রাঙিয়ে দিবেনা। সকলেই তাদের নিজস্ব তালিকা থেকে আমাকে বাদ দিয়ে রেখে দিবে। যারা সব সময় আমার সাথে সময়গুলো অতিবাহিত করত তারাও আমাকে খুঁজবে না। আমি মনে করতাম যদি আমি না থাকি তাহলে এদের কি হবে?কিন্তু এখন যেন মনে হচ্ছে আমিহীন এই পৃথিবীর সবই তার আপন গতিতে চলছে। এই প্রাণের ধরা থেকে আমার সব সৃতিগুলো বাতাসের ন্যায় মিলিয়ে যাবে। কিছুদিনের মধ্যেই আমার কোন কিছুরই অস্তিত্ব থাকবে না। আজ ভূমন্ডলে সবকিছু ঠিকই আছে কিন্তু আমি নেই। তোমার কেন এত অহংকার,, দিন শেষে ফিরে এসো রবের দিকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৫১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now