বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি আরিয়ান ক্লাস 10 এ পড়ি। স্কুল ছুটি তাই বড় বোনের বাসায় বেড়াতে গেলাম। অনেক দিন পর যাওয়া তাই বোন দুলাভাই সবাই খুব খুশি।যাওয়ার পরের দিন সকালে সূর্যোদয়ের সময় ছাদে গেলাম ঘুড়তে। যেয়ে দেখি একটি মেয়ে চোখ দুটো টানা টানা।গাছে পানি দিচ্ছে। আমাকে দেখেই জিগ্গাসা করলো কাকে চাই? আমি কিছু না বলে চুপ করে রইলাম তারপর মেয়েটি আবার বল্লো বোবা নাকি কথা বলতে পারেন না। আমি বল্লাম আমি সাগর ভাইদের বাসায় এসেছি। মেয়েটি বল্লো সাগর ভাই কি হয় আপনার আমি বল্লাম আমার দুলাভাই।তারপর মেয়েটি বল্লো আপনি আরিফা আপার ভাই? আমি বল্লাম হ্যাঁ মেয়েটি বল্লো ওও ভাইয়া সরি সরি আমি আগে বুঝিনি যে আপনি আরিফা আপার ভাই। আমি বল্লাম না সরি বলার কি আছে।তারপর মেয়েটার বিভিন্ন কথা। তারপর কিছ থেকে জানতে পারলাম ওর নাম মাইশা।মাইশা মাঝে মাঝে আপুর বাসায় আসতো আমি আপুর সাথে ওদের বাসায় যেতাম। এভাবেই কিছু দিনের মধ্যেয় মাইশার সাথে আমার ভোলো সম্পর্ক হয়ে গেলো। যদিও এটা বন্ধুত্ব। এভাবেই ১০ দিন কেটে। এবার বাসায় পালা। মন যেনো আসতেই চাচ্ছে না ওখান থেকে। আসার আগের রাত্রেই আমি বুঝতে পেরেছি আমি মাইশাকে কতটা ভালোবেসে ফেলেছি। পর্ব ০১
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now