বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আপনারা কেও বাটপারি করে দাওয়াত খেয়েছেন?
বাটপারি করে দাওয়াত খাওয়ার মাঝে একটা সেই লেভেলের মজা আছে।অন্তত আমি পাই। আর এই বাটপারি করে দাওয়াত খাওয়ার সবচেয়ে সহজ উপায় হল কোনো কমিউনিটি সেন্টার এর মাঝে ঢুকে যাওয়া।সামনে "ফুলসজ্জা" নামে একটা সেন্টার দেখা যাচ্ছে। নতুন করেছে।বেচারা মালিক হয়তো ভেবেছিলো এমন নাম দেখে লোকজনকে আকর্ষণ করতে পারবে।কিন্তু উলটো ব্যাবসায় মন্দা লেগেই আছে।কোনো বাবাই তার ছেলেমেয়েকে কমিউনিটি সেন্টারে ফুলসজ্জা করাতে চায় না।
আজকে জমজমাট একটা আয়োজন দেখা যাচ্ছে
কোনো কিছু না ভেবে চুপিচুপি ঢুকে পরলাম
বরটা কিউট কিন্তু কনে পুরাই পেত্নীর মত,মন টাই খারাপ হয়ে গেল।
সারাজীবন দেখি বউ সুন্দরী হয় কিন্তু এইখানে কাহিনী কিতা?
থাকগে আমি আসছি খাইতে এত কিছুদেখে আমার কি লাভ।
একটা টেবিল আন্দাজ করে বসে পরলাম। যেইনা একটা মাংশের টুকরা মুখে দিতে যাবো অমনি হঠাৎ "নিশাত ভাইয়া না?"বলে এক নারী কন্ঠ কানে বেজে উঠলো।
মনটা ছ্যাত করে উঠলো। মনকে সায় দিলাম হয়তো অন্য কাওকে ডাকছে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটা আমার পিঠে আঙুলের খোচা দিয়ে বলল
--- হ্যা নিশাত ভাইয়াইতো!
আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম।
আমাকি ভুল দেখলাম?মনে হয়!দেখি তো একটু চোখ কচলে।না এটা হিয়া হ্যা হিয়াই তো
ও এখানে কি করছে?
---আপনাকে কতদিন পর দেখলাম?কোথায় থাকেন এখন?
--- এইতো সামনেই....
--- সামনেই মানে আপনি বরের সঙ্গে আসেননি?
---আব আ মানে ব্যাপারটা হল....
--- বুঝছিআপনি ফাও খাইতে আসছেন তাইনা?
---
---অসুবিধা নাই খান। আপনি বলে ছাইরা দিলাম।কেও জিজ্ঞেস করলে বলবেন আমি দাওয়াত দিসি কেমন?
---ওকে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেই
--- থাক থাক লাগবে না।আর হ্যা খাওয়ার পর ছাদে আসবেন কেমন?
---ওকে ওকে
--- মনে থাকে যেন।
কি মুসকিলে পরলাম বলেন তো।আচ্ছা খাওয়া শেষ এখন ছাদে যাই দেখি হাজার হলেও আমার পিচ্চি কালের ক্রাশ
---হিয়া? কোথায় তুমি?
--- ও আসছেন তাইলে আমি মনে করলাম চলে যাবেন।
---কেন এমন মনে হল কেন?
---এমনি আপনি তো মানুষ সুবিধার না!
কখন যে কই চইলা যান? জানেন আপনি চলে যাওয়ার পর এই তিনটা বছর আমার কেমন কষ্ট হয়েছে?
--- ক্যান তুমি কষ্ট পাবে কেনো?
--- আপনি বুঝবেন কিভাবে? আপনার তো আর আমাকে ভালো লাগবে না।কত সুন্দরী মাইয়ারা আপনার জন্যে পাগল।
আমাকে কি করে মনে থাকবে?
--- কি বলো এগুলা?
---ক্যান আপনি তাইলে চলে গেলেন ক্যান।সবাইকে বলতে পারলেন আমাকে বলতে পারলেন না?
---তুমিই তো আমাকে বোঝ নাই।আমি নাহয় ছেলে মানুষ
তোমারে বুঝি নাই।তুমি তো আমাকে বুঝতে পারতে।
---আমি কি আপনাকে কম বুঝানোর চেষ্টা করছি নাকি?
---আমি ভিতুর ডিম ছিলাম কিনা তাই?
কোনোদিনই বুঝি নাই তোমারে একটু বেশিই কষ্ট দিয়া ফেলেছি!আমার মনে তোমার জন্য একটা সফট কর্নার সেই ছোটো বেলা থেকেই ছিলো।তোমার বান্ধবী যখন আমায় বলল যে তুমি আমায় পছন্দ কর সেইদিন রাত্রে আমার ঘুম হয়নাই।এরপর প্রতিদিনই আমি ভাবতাম আজ তোমায় বলেই দেব কিন্তু আমার ভেতর এর ভিতুর ডিম মন টা কোনোদিনই সাহস পেত না।যেইদিন আমি সিরিয়াসলি ভাবলাম তোমায় বলব সেইদিনই তুমি আমায় ইগ্নোর করা শুরু করলে। আমি আর কি"কারে বোঝাবো মনের দুক্কু গো"করে বেরিয়ে পরলাম।আমার আসার ডেট পনের দিন পর হলেও সেই দিন ই বেরিয়ে পরলাম!
--- আমিতো আপনাকে জেলাস ফিল করানোর জন্য ইগ্নোর করছিলাম।যাতে আপনি আমাকে হারিয়ে ফেলার ভয়ে প্রপোজ করবেন
---বাদ দাও তো।তোমার কি বয়ফ্রেন্ড আছে?
---না জীবনে একজনকেই ভালোবাসসি র কাওকে বাসতে পারব না!
--- জানো আমি না একজনকে পছন্দ করি। মনে হয় ভালোই বাসি?
---কি?
--- সে আমার পাশেই দারিয়ে আছে।
---আপনি কি তাকে প্রপোজ করতে চান?
--- নাহ। কিছু ভালোবাসা থাকুকনা এমনি..........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now