বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলেই অদ্ভুত
অনেকটা বাচ্চা কে খাবার খাওয়ানোর মতো। যেমনে পারো ঠুসায় দাও।আসলেই সে খেতে পারছে কিনা তা নিয়ে করো কোনো মাথা ব্যাথা নেই
সব ছেড়ে আমাদের practical এর কথাই বলি। এভাবে কোন দেশের practical হয় ভাই?? শুধু গাধার মতো না বুঝে লিখেই যাওয়া ।। সরাসরি কিছু না দেখলে এগুলো আইনস্টাইনও বুঝবে না ... আর সব চেয়ে বড় কথা হলো A+ । এই A+ টা আমাদের life টাকে কতটা hell করে দিয়েছে চিন্তাও করা যায়না । আমি যদি A+ না পাই তাহলে normally সবাই আমার নিন্দা করবে ।। But আমার কতটা afford ছিলো তার চিন্তা করো হবেনা । A+ পাওয়ার বাহানায় যে আমাদের ভিতরের creativity গুলো মরে যাচ্ছে তা কি কেউ দেখে ?
যদি এমন হয় যে কারো জন্যে কোনো কিছু বাধ্যতা নেই । যে যার passion নিয়ে আগাবে তাহলে দেশটার উন্নতি একটু বেশি হতো। কারণ সবার মধ্যেই কম বেশি একটা hidden talent থাকে যা A+ এর নিচে চাপা পড়ে গেছে । সবার ক্ষেত্রে হয়তো এক না but বেশিরভাগ ক্ষেত্রেই এক। A+ A+ করে যে আমরা ভিতর থেকে মরে গেছি তা বুঝার সময় নেই করো । আত্মহত্যা না করেও আমরা নিজের ইচ্ছা কে মেরে ফেললাম হয়তো এটা পাপ না কিন্তু মনের কাছে আমরা অনেক বড় পাপী
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...