তুমি অনন্যা (পর্ব ১)
X
লেখক:ইসরাত জাহান
পর্ব :০১
বসন্তের বিকেলে হিমেল হাও বইছে চারিদিক।ফুলে অপরুপ হয়ে আছে চারিপাশ।এই সময়ে নীল বড় জামা পড়ে এলো বনের ভেতর নদীর পাশে একটা মেয়ে ।পায়ে পায়েল,চুলগুলো ছেড়ে দেওয়া।চুলগুলো বাতাসে উড়ছে।
এই সময় রনিও এলো সেখানে।দূর থেকে দেখলো একটা রূপবতী মেয়ের চুল উড়ছে।নীল বড় জামা উড়ছে বাতাসে।কিন্তু সেটা ছিল পিছন সাইটের।রনি ভাবতে লাগলো কে মেয়েটা!রনি দেখলো মেয়েটা খালি পায়ে,পায়ে জড়ানো পায়েল।খুব সুন্দর পা।কিন্তু মেয়েটা কে!ইসরাত রনির দিকে ফিরলো।রনি তখন তাকালো চোখের দিকে।হৃদয় কেড়ে নেওয়ার মত চোখ,যেন মনে হয় হাজার পুরুষের হৃদয়রটা ছিনিয়ে নিয়েছে।মেয়েটা এক পা এগুলোতে পড়ে যাচ্ছিল।তখনি মাটিতে বসে পড়লো।রনি কাছে এসে দেখলো যে পা দিয়ে রক্ত পড়ছে।রনি মেয়েটার সমানে যেয়ে বসল।খুব বাতাস।বাতাসে চুল উড়ছে।
রনি বলল,"আপনার তো পা কেটে গেল।"
"হুমম।"
রনি রুমাল বের করে পা ব্যান্ডেজ করে দিতে দিতে বললো,"খালি পায়ে হাটলে এমনি হয়।"
মেয়েটা হাসলো।গোলাপ রাঙা সেই হাসিটা যেন সবাইকে কেড়ে নিয়েছে সবাইকে নিজের দিকে।এই সুন্দর হাসি পাগল মন করার জন্য।না জানি কত ছেলে লাইন ধরে আছে।
রনি বললো,"আপনাকে বাড়ি পৌঁছে দেই।"
"থাক লাগবে না।"
এই বলে মেয়েটা উঠে দাঁড়ালো।রনিও দাঁড়ালো।
মেয়েটি এক পা বাড়াতে পড়ে গেলো রনির গায়ের উপর।রনি মেয়েটাকে ধরে বলল,"যেতে পারবেন নাতো একলা।নাম কি আপনার।"
"ইসরাত।"
"রনি।"
রনি ইসরাতকে বাসায় পৌঁছে দিল।তারপর নিজে বাসায় চলে গেল।
তুমি অপূর্ব অনন্যা
হয়না কারো সাথে তোমার তুলনা,
তোমার কোন উপমা পাই না খুঁজে আমি তোমার উপমা শুধুই যে তু
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now