বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিরক্তিকর অসম্ভব a student life একঘেয়েমি
একই রকম কাজ দিনের পর দিন করা একঘেয়েমি এবং বিরক্তিকর কাজ সেটা যায় হোক না কেনো...।
আরে কেও বোঝে না কেন, একঘেয়েমি কাজ করলে সেই জিনিস এর গুরুত্ব কমে যায়।।
সেটা এক যত বড়োই নেশা হোক না কোনো যায় আসে না।
প্রত্যেকের একটা গুরুত্ব আছে। কিন্তু সেটা অর্জন করতে জানতে হয়।
আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে সেই ব্যাপারটাই তো নাই।
তাহলে কি অন্য পিছনে না গিয়ে আমাদের মতো সাধারণ মানুষ থাকতে পারে।
অসম্ভব! অসম্ভব!
যদিও অসম্ভব বলে কিছুই হয় না।
তার মানে যদি অসম্ভব বলে কিছুই না থাকে তাহলে সব যদি আমরাই পারতাম,তাহলে...
বেঁচে থাকা জন্য গাছ, তাপ এর জন্যে সূর্য, পান করার জন্য জল,কোনো কিছুর ওপর দাঁড়িয়ে থাকার জন্য মাটি,উচ্চতা মাপার জন্য আকাশ, এসবই কিছুই লাগতো না?
সত্যি যদি এরকম হতো...!
তাহলে আর কাউকেই লাগতো না।।
কি দারুন টাই না হতো।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now