বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক এক করে, লিস্টের সকল মেয়েকেই,
"I Love You" লিখে ম্যাসেজ করলাম। দুঃখজনক হলেও সত্যি, কেউ পাত্তা দিলনা। কেউ কেউ তো ভয়ানক গালীও দিল।
আমি মন মরা হয়ে বসে আছি আর ভাবছি,
এতদিন প্রেম না করতে পারছি, তবে চ্যটিং করে তো কিছুটা সান্তনা পেয়েছি। এখন তো কাউকে ম্যাসেজ দিতেও লজ্জা লাগবে। সবাই আমার প্রতি নেগেটিভ চিন্তা করবে। সবাই ভাববে, আমি ফালতু।
মারুফা, তানিয়া, নাদিয়া, তিন্নি সহ অারও অনেককে মিস করতে লাগলাম।
হুট করেই মাথায় একটা বুদ্ধি এলো। এমন একটা বুদ্ধি, যাতে সাপ মরবে লাঠি ভাঙবে না।
ফেসবুকে গিয়ে পোস্ট দিলাম,
"কোন কুত্তার বাঁচ্চা যেন, আমার আইডি হ্যাক করছিল। মাত্র আইডি ফিরে পেলাম। কারো কাছে কোন উল্টা-পাল্টা ম্যাসেজ গিয়ে থাকলে ক্ষমা করবেন।"
মারুফা কমেন্ট করছে,
"জানতাম এমন কিছুই হবে"
তানিয়া কমেন্ট করছে,
"আমি কতকিছু ভাবছিলাম"
নাদিয়া কমেন্ট করছে,
"আমি প্রথমেই বুঝেছিলাম, আইডি হ্যাক হইছে"
তিন্নি কমেন্ট করছে,
"কতদিন বলছি, আইডি ঠিক করো, এখন তো বুঝছ। সাবধান, আর যেন হ্যাক না হয়।"
থ্যাংকস গড, সবাইকে ফিরে পাওয়ার জন্য। আবার আগের মতই চলছে..
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now