বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুলতান মুহাম্মদ ইবনে মুরাদ আল ফাতিহ ও কনস্টান্টিনোপল বিজয়!

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাইম আরাফাত (০ পয়েন্ট)

X লিখেছেনঃ আরাফাত শাহীন। ১৪৫৩ সালের ২৯ মে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এ দিনই মুসলিম বাহিনীর হাতে বিজিত হয় তৎকালীন পৃথিবীর সবচেয়ে নয়নাভিরাম শহর বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। আপনি যদি পৃথিবীর সমর ইতিহাস পর্যালোচনা করতে যান, তাহলে উসমানি সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল বিজয়ে অভূতপূর্ব সামরিক প্রতিভায় রীতিমতো বিস্মিত হয়ে যাবেন। আমি প্রথম যখন ঘটনাটা জানতে পারি, বিশ্বাস করতে পারছিলাম না কিছুতেই। বহু পরে বিস্তারিত ইতিহাস জানার পর তবেই নিশ্চিত হয়েছি। আজ সে গল্পই শোনাব। কনস্টান্টিনোপল নিয়ে রাসুলুল্লাহ (সা.) এর একটি হাদিস প্রথমে জেনে নেওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘অবশ্যই কসতুনতুনিয়া (কনস্টান্টিনোপল) এক ব্যক্তির হাতে বিজিত হবে। সেই শাসক কতই না উত্তম আর সেই বাহিনী কতই না উত্তম বাহিনী!’ (মুসনাদে আহমাদ)। পৃথিবীর দিকে দিকে যখন ইসলামের বিজয়গাথা ছড়িয়ে পড়ছিল, সে সময় প্রায় প্রত্যেক শাসকই রাসুলুল্লাহ (সা.) বর্ণিত সেই সৌভাগ্যবান সেনানায়ক হওয়ার চিন্তা করেছেন। এমনকি এই সেনাবাহিনীর একজন সদস্য হওয়ার আশায় ইয়াজিদের শাসনামলে ৮০ বছর বয়সেও হজরত আবু আইউব আল আনসারী (রা.) কনস্টান্টিনোপল অবরোধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কনস্টান্টিনোপলের প্রাচীরের পাশেই দাফন করা হয় তাকে। এছাড়া কনস্টান্টিনোপল সম্পর্কে বলা হতো যদি সারা দুনিয়া শুধু একটি রাষ্ট্র হয়, তাহলে কনস্টান্টিনোপল তার রাজধানী হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। যে শহরের মর্যাদা ছিল এত বেশি, তা জয় করার জন্য সব শাসক যে আপ্রাণ চেষ্টা করবে সেটাই তো স্বাভাবিক! কনস্টান্টিনোপল এমন কোনো শহর ছিল না যা চাইলেই জয় করা সম্ভব। সে সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও উপযুক্ত এ শহরটার প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল সবচেয়ে উন্নত। এজন্যই এরই আগে যত আক্রমণ হয়েছে, তার সবক’টিই কনস্টান্টিনোপলের বিরাটকার দেওয়ালের সামনে এসে মুখ থুবড়ে পড়েছে। প্রাকৃতিকভাবেই কনস্টান্টিনোপল পেয়েছিল দারুণ এক প্রতিরক্ষা ব্যবস্থা। শহরের তিন দিক ছিল সামুদ্রিক জলভাগ দ্বারা বেষ্টিত বসফরাস প্রণালি, মারমারা সাগর এবং গোল্ডেন হর্ন। তাছাড়া স্থলভাগের অংশটুকু দানবের মতো উঁচু এবং চওড়া দেওয়াল দিয়ে সুরক্ষিত ছিল, যা ভেঙে শহরে প্রবেশ করা ছিল একপ্রকার দুঃসাধ্য। ১৪৫১ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় মুহাম্মদ যখন উসমানি সুলতান হিসেবে সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল ২০ বছরের আশপাশে। এত অল্পবয়স্ক একজনকে সুলতান হিসেবে মেনে নিতে অনেকেরই আপত্তি ছিল বেশ জোরালো। কিন্তু মুহাম্মদ ছিলেন দৃঢ়চেতা। তিনি ক্ষমতায় এসেই এক কঠিন লক্ষ্য নির্ধারণ করে ফেলেন। আর তা ছিল প্রায় আটশত বছর আগে করা রাসুলুল্লাহ (সা.) এর সেই ভবিষ্যদ্বাণী; যাতে তিনি কনস্টান্টিনোপল বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। সুলতান মুহাম্মদের এমন সিদ্ধান্তে অনেকেই নাখোশ ছিলেন। কারণ, এর আগেও অনেকেই এই শহর জয় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আর নেহায়েত একজন সদ্য কৈশোর পেরনো তরুণ কীভাবে এই শহর জয় করতে পারে! কিন্তু মুহাম্মদ তার সিদ্ধান্তে ছিলেন কনস্টান্টিনোপলের দেওয়ালের মতোই সুদৃঢ়। তাছাড়া তার সামনে দৃষ্টান্ত হিসেবে রয়েছে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ঘটনা; যিনি মাত্র ১৭ বছর বয়সেই এই অসাধ্য সাধন করেছিলেন। তাহলে তার ভয় কী! কনস্টান্টিনোপলের মতো শহর জয় করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, সুলতান মুহাম্মদ তার সবই অতি সতর্কতার সঙ্গে অবলম্বন করেন। সেনাবাহিনীকে প্রশিক্ষিত করেন; তাদের মধ্যে জাগ্রত করেন ধর্মীয় চেতনা। বিশাল আকারের কামান নির্মাণ করেন; যার সাহায্যে আগুনের গোলা নিক্ষেপ করা হবে। এছাড়া যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেই ১৪৫৩ সালে শহর অবরোধ করেন। সুলতান এটা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন, নৌপথে প্রবল অবরোধ গড়ে তোলা ছাড়া কিছুতেই বিজয়ের আশা করা যাবে না। সেজন্য নৌবাহিনীকে সুসজ্জিত করা হয় এবং নৌবহরে যুক্ত করা হয় অসংখ্য যুদ্ধজাহাজ। সমুদ্রপথে গোল্ডেন হর্নের দখল নেওয়া সম্ভব হচ্ছিল না কিছুতেই। কারণ, বাইজান্টাইনরা গোল্ডেন হর্নের প্রবেশপথে মোটা লোহার শিকল দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। সুলতান এটা বেশ ভালোই জানতেন, গোল্ডেন হর্নের দখল নিতে না পারলে শহর জয় করা সম্ভব হবে না। এ সময় তার মাথায় অভূতপূর্ব এক পরিকল্পনা খেলে যায়; যা গোটা সমর ইতিহাসেই একেবারে অভিনব। এমন চিন্তা দূরে থাক, কেউ কখনও কল্পনা করেছে কি-না সন্দেহ! তিনি স্থলপথে জাহাজ নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন এবং এই পথের দূরত্বও কম নয়; মাত্র তিন কিলোমিটার! কেউ কখনও ভাবতে পেরেছে যে জলের জাহাজ ডাঙা দিয়ে চালিয়ে নেওয়া যেতে পারে! সুলতান মুহাম্মদ সেটাই চিন্তা করলেন এবং তার বাস্তবায়ন করেও দেখালেন। গোটা যুদ্ধ ইতিহাসই তিনি নতুনভাবে লিখিয়ে ছাড়লেন যেন! বড় কোনো কিছু জয় করতে হলে যে পরিকল্পনাটাও বড় করেই সাজাতে হয় এটাই কিন্তু এখানের সবচেয়ে বড় শিক্ষা। এই তিন কিলোমিটার পথ মোটেও সমতল ছিল না। এবড়োখেবড়ো পথ সেনাদের দিয়ে যথাসম্ভব সমান করা হলো প্রথমে। তারপর পুরো পথের ওপর তেল দ্বারা পিচ্ছিল করা কাঠের তক্তা বসানো হয়। এর ওপর দিয়েই একে একে ৭০টিরও অধিক জাহাজ টেনে নিয়ে যাওয়া হয় গোল্ডেন হর্নে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই পুরো কর্মযজ্ঞ পরিচালনা করা হয় মাত্র এক রাতের মধ্যেই! বাইজান্টাইন সেনাবাহিনী কিংবা শহরের জনগণ ঘুণাক্ষরেও টের পায়নি কিছু! পরদিন সকালে শহরবাসী ঘুম থেকে জেগেই দেখতে পেল গোল্ডেন হর্নে উসমানিদের পতাকাবাহী জাহাজ অবরোধ আরোপ করে বসে আছে। এমন অলৌকিক কা- এর আগে কেউ কখনও দেখেনি। তারা কিছুতেই ভেবে বের করতে পারল না কীভাবে এই জাহাজগুলো এখানে এলো! আল্লাহ তায়ালা অবশেষে তাঁর প্রিয় নবীর ভবিষদ্বাণীর বাস্তব প্রয়োগ দেখালেন পবিত্র মুহাম্মদ নামেরই একজন ব্যক্তির দ্বারা! তিনি কতই না উত্তম এবং সৌভাগ্যবান মানুষ; যাঁর ব্যাপারে প্রায় ৮০০ বছর আগেই বলা হয়েছিল! তার মাধ্যমেই সোয়া ১১০০ বছর আগে রোমান সম্রাট প্রথম কনসস্টাইন দ্বারা প্রতিষ্ঠিত শহরটি মুসলিমদের পদানত হলো। যুগের পরিবর্তন হয় আর পাল্টাতে থাকে সবকিছু; নতুনভাবে রচিত হয় যুদ্ধের ইতিহাস। তবে একটা মৌলিক বিষয়ের কখনও পরিবর্তন হয় না। আর তা হলো আপনি যদি পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে বিজয়ী হতে চান, তাহলে আপনাকে তার চেয়েও অভিনব ও অধিক সক্ষমতা অর্জন করতে হবে; সেটা সরাসরি যুদ্ধের ময়দানেই হোক, আর বুদ্ধিবৃত্তিক যুদ্ধেই হোক। সহায়ক গ্রন্থ : * ড. আলি মুহাম্মদ সাল্লাবি; উসমানি সাম্রাজ্যের ইতিহাস, অনুবাদ : কাজী আবুল কালাম সিদ্দীক, মাহদি হাসান, মুহাম্মদ পাবলিকেশন, পৃষ্ঠা: ১৫৫-১৮৫ * সাদিক ফারহান; ইসলামের ইতিহাসে যুদ্ধ, মাকতাবাতুল আসলাফ, পৃষ্ঠা: ৪৮৮-৪৯৯ * ড. আবদুর রহমান রাফাত পাশা; সাহাবিদের বিপ্লবী জীবন ১ম খ-, কামিয়াব প্রকাশন লিমিটেড, পৃষ্ঠা: ১১৮ * ড. আলি মুহাম্মদ সাল্লাবি; মুহাম্মদ আল-ফাতিহ; অনুবাদ: মাহদি হাসান, মুহাম্মদ পাবলিকেশন, পৃষ্ঠা: ১৩৭-১৬৮


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now