বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
❤️রাগ-অভিমান❤️
লেখকঃ- রিয়াদুল ইসলাম রূপচাঁন।
অভিমানের অঢেল সাগর মানেই রূপচাঁনের মনের এক রাজ্য। যে রাজ্যে এতো এতো রাগ আর অভিমানের বসতি। কিন্তু সবাই কি এ রাগ আর অভিমানকেই দেখবে সারাজীবন? তার রাজ্যে যে ভালোবাসার খনি রয়েছে, এটা কি কারো চোখে পড়েনা?
একলা একলা শুয়ে শুয়ে এসব ভাবছি আমি। বিশ্রাম হয়েছে প্রচুর, তবে নিদ্রা নেই দুই চোখে। কষ্ট হচ্ছে খুব। কার জন্য? আমার ভালোবাসার জন্য। ভালোবাসার মানুষটা আমাকে চিনতে পারেনা, আমাকে বুঝতে পারেনা। তবে অনেক ভালোবাসে আমাকে। সেই ভালোবাসা আমি উপলব্ধি করি ঠিকই। কিন্তু তার দেয়া সামান্য আঘাত আমি সইতে পারিনা, অনেক কষ্ট পাই। যখন আমাকে বুঝতে পারেনা, তার জন্য করা সকল কাজকে তুচ্ছ বলে অপমান করে। আমি সইতে পারিনা, আমি সইতে পারিনা, হ্যা আমি সইতে পারিনা।
তাই এতো বেশি অভিমান করি। কষ্ট পাই অনেক। তবুও তার অপেক্ষায় থাকি যে,কখন সরি বলবে? বলবে আমার ভুল হয়েছে প্লীজ ক্ষমা করে দাও।
কিন্তু নাহ্। সে আর আসে না, আমাকে ফেরাতে আসেনা। আমার রাগে-অভিমান সে তোয়াক্কা করেনা। আমি জানি সেও কষ্ট পায় আমার জন্য। এটা আমার মনের কথা। সত্যিই কি তার মন কাঁদে আমার জন্য? তাহলে কেন সে কথা বলার চেষ্টা করেনা? কিন্তু কোনো কৌশল খাটায় না? কেন ভালোবাসার অধিকার আমার উপর দেখায় না?
হাজারো প্রশ্ন ঘুরপাক খায় আমার মনের আকাশে। দিনগুলো এভাবেই কি কেটে যাবে?
স্মৃতিগুলো তো আর মুছবেনা... তবে তুমি কেন দূরে চলে যাচ্ছো? আমি না হয় একটু বেশিই অভিমানী। তাই বলে কি তুমিও আমাকে ফেরাবেনা?
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা ঠিকি। তবে আমরা কি ভাবি কখনও আমরা স্রোতের মতো নয়,দেখা হবেই ছোট্ট এ ভুবনে। তখন কি কষ্ট ধরে রাখা যাবে? বুকটা কি ফেটে যাবেনা? চোখ কি অশ্রু জমিয়ে থেমে থাকতে পারবে?
__রূপকথার_বাবা
(নেক্সট পার্ট যদি ইচ্ছে থাকে তবে কমেন্টে বললে লিখবো ইনশাআল্লাহ)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now