বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাদের জীবনটাই অন্যরকম এবং জিজে মেম্ববারস (শেষ পর্ব)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X আমি শাহরিয়ারকে কল করে বললাম,"এইযে গুলুমুলু সোনা ময়না লক্ষি ভাই আমার কোথায় তুই?" "এইতো আপু বাইরে আছি।" "বাইরে কি করিস রে গুল্টু!রিশুদের বাড়ি আয়।" "কেন আপু?" "আরে আমরা এখানে পিকনিক করবো।বিরিয়ানি,রোস্ট,গরু,খাসি দিয়ে আয় তাড়াতাড়ি।তোর জন্য ওয়েট করছি।" "আপু আগে বলবে তো আমি আসছি।" শাহরিয়ার এসে ভেতরে ঢুকে বললো,"কই খাওয়া দাওয়া?" রিদি বললো,"এইযে টাকা দে তালে খাওয়া।সবাই টাকা দিয়েছে।" শাহরিয়ার বললো,"কত?" আমি বললাম,"২ হাজার।" শাহরিয়ার বললো,"আঃ এত কেন gj আমি বললাম "ঘুরতে যাবো।দে টাকা।" শাহরিয়ার টাকা দিলো। তানিম ভাইয়া বললো,"এখন যাও ছোট ভাই।বাড়ি যাও তোমার থেকে টাকা নেওয়া হয় গেসে।" শাহরিয়ার বললো,"এখনি যাবো কেন?মুরগি,বিরিয়ানি, খাসি খেয়ে যাবো।" আমি বললাম,"ওইসব মিথ্যা বলে তোর থেকে টাকা নিয়েছি।" শাহরিয়ার বললো,"এটা কি হলো gj আমি বললাম,"যা হবার হয়েছর।সবাই টাকা দিয়ে দিসে।" শাহরিয়ার চলে গেল।আমিও বাইরে বের হলাম।বাইরে বের হতে ফাহাদের সাথে দেখা।ফাহাদ বললো,"কি তুমি এখানে?" "ঐযে টাকা মিটমাট করে দিলাম।" "ওহ তাহলে ডাকাতি করে কি হলো আর সবার একই laugh " "ধরে ফেলেছে laugh আমি ছোটদের ধরিয়ে দিলাম।" "বাহ ভালো।চলো নদীতে ঘুরে আসি।" "চলো।" ঘুরে বাসায় ফিরে এলাম।রুবাইয়া গেট খুলেই বললো,"সারাদিন ফাজলামি লড়ে বেড়াস।" "তো কি করবো হ্যা?" "আবার কোথায় যাস।" "ছাদে।ঘুরে আসি।" ।সত্যি দিনটা অনেক সুন্দর কাটায় সবাইকে নিয়ে।অপরিচিত এক একটা মানুষের সাথে পরিচয় হয়ে তাদের সাথেই সারাটা দিন কাটানো।এই জিজের সবাইকে নিয়েই আমি সারাটি জীবন কাটাতে চাই gj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫০৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now