বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসবেত? ২

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PRINCE FAHAD (০ পয়েন্ট)



X ওমা ওকে প্রপোস করার পরত আমি ভয়ে শেষgj না জানি কি শুরু করেgj কিন্তু না! সে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকেgj। আমিত তার সামনে বসে আছি আর রাস্তার লোকেরাও হা করে তাকিয়ে আছে gj কি হচ্ছে দেখার জন্য, তরপর ইমরোজ আমাকে বল্লো তুমার এত সাহস আমাকে মুগ্ধ করেছেgj। এ কথা শুনার পরত আমার মনে লাড্ডু ফুটার কথা সেটাই হলোgj। এইদিকে ওকে আমি খুশির ঠেলায় জরিয়ে ধরতে ইচ্ছা হচ্ছেgj কিন্তু না সেটা করা জাবে না no । আমি ওকে বল্লাম তুমিত আমার প্রশ্নের জবাব দিলে নাgj, তুমি হা / না একটা কিছুত বলোninja। ও আমাকে অবাক করে দিয়ে কোন কথা না বলে চলে গেলgj। দুইদিন জাবৎ দেখছি না gj আমার কথায় কি ও রাগ করে এমন করল কিনা বুঝতে পারছিনা gj। তারপর ওর এক ফ্রেন্ডের কাছ থেকে ওর নাম্বারটা কালেক্ট করলাম কোন মতে, তারপর রাতে বাসায় এসে ওকে কল দিলাম প্রথমবার ধরলো না দ্বিতীয় বারও ধরলো না হয়তো অপরিচিত নাম্বার এর কল ধরে না gj, তবে আমি তৃতীয় বার যখন দিলাম তখন ধরলো। ওপাশ থেকে একটা মিষ্ট কন্ঠ ভেষে আসলো gj আমি কিছু বল্লাম না ও কিছুক্ষণ কথা বলার ট্রা করে রেখে দিল প্রথম দিন কল এইটুকুই। তারপর দিন সকালে ওর জন্য রাস্তায় ওয়েট করছি। এমন সময় আসলো তবে আমাকে দেখেও না দেখার ভান করে চলে জাচ্ছিল, তবে আমি ওকে আটকালাম কিছু জানতে চাওয়ার আগেই আমাকে পাশ কাটিয়ে চলে জাচ্ছিল। কিন্তু আমি ওর হাতটা ধরে বল্লাম চলবে,,,,♥️♥️♠️


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৫০ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসবেত?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now