বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আসসালামুআলাইকুম আমি ফাহাদ আপনাদের জন্য নিয়ে আসলাম জিজেসদের নিয়ে নতুন এক গল্প তবে অনেকেই এখানে মিস জাবে হয়তো তাই কেউ কিছুমনে করোনা শুরু করা জাক আসল ঘটনা
অনেক দিন জাবৎ ভাবছি জিজেতে অনেকেই
এডভেঞ্চার ভালোবাসে ত তাদের কে আমার এলাকায় আসতে বলি ত সবাইকে বলার পর মোটামোটি সবাই
রাজি হলো তদের কে আমার এলাকায় আাসার জন্য একটা দিন ঠিক করতে বল্লাম তারও সবাই মিলে ঠিক করলো তারা ঠিক করলো আগামী ১ তারিখে আসবে ত আমিও বল্লাম আসো সবাই সবার সাথে দেখা হবে আড্ডা হবে সবার সম্পকে জানাও হবে তারপর তারা সবাই মিলে ডিশিসন নিলো তারা সবাই ঢাকায় মতিঝিল শাপলাচত্বর এ একসাথে হবে সবাই বল্লো ওকে সেটাই হবে ত জেমন বলা তেমন কাজ সবাই আমার এলাকায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই সবার সাথে যোগাযোগ করছে কিভাবে আসলে তারাতারি আসা জায় এই নিয়ে রিশু আর ইভা কলে জানতে চাচ্ছে কিভাবে আসলে ভালো হবে রিশুত ছোট তাই আবার তারিন আর লাকি আপু কথা বলছে তারা সবাই সবার সাথে ককথা বলে নিলো কিভাবে আসলে ভালো হয় তার পর এসে গেল সেই দিন আমি সবার সাথে যোগাযোগ করছি জানার জান্য কে কি বাবে আসছে তারউপর কে ট্রেনে কেউ বাসে করে আসছে সবাইকে আমি বল্লাম আমি শাপলাচত্বর এ আছি সবাইজেন ঠিকঠাক ভাবে আসে এর মধ্যে নাতিয়া আপু আর লাকি আপু এক সাথে আসছে আর ইভা নামিকা মোজাহিদ একসাথে ঐ দিকে তানিম ভাই টাকা বাচানোর জন্য বাসের ছাদে উঠে আসছে ঐ দিকে রাকিব ফারহান রাও আসছে আর তুবা( কাউয়ার চরের রানী) সিয়াম আসছে একসাথে
ওইদিকে রিশু নাকি বয়সে বুট ওয়ালাকে পটায় ফ্রি বুট খাচ্ছে আর সেই বুট ওয়ালা নাকি তার ভাড়াও দিছে আর সাবিরা সুসমি দুজনেই সবার আগে চলে আসছে এখানে ওরা দুজনেই আমার পাশের জেলায় থাকে তবে সাবু নাকি আসার সময় এক ফটকা বাজকে বুলায়বালায় কিছু টাকা নিছে আর সুসমি তার চশমা হারিয়ে এক বুড়া কাকুর সাথে ছিল তার কাছ থেকে নাকি ছিনতাই কারি সব নিয়ে নিছে তাই ঐ কাকু তাকে নিয়া আসছে তার চশমা দিয়ে সেটা দিয়েই কিছুটা খোরায় আসছে এখানে ওকে একটা চশমা কিনে দিলাম
জিম করবে
চলবে:gun:
দৌড়াবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now