বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজেরা যখন আমার বাসায় পার্ট ১

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ridiyah Ridhi (০ পয়েন্ট)



X আমি হলাম রিদিgj। নিয়ে এলাম গল্প। পাশে থাকুন সবসময় হি হি হি। এ গল্পটি হলো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেgjgj: পুরো গল্পটি কাল্পনিক। তানিম ভাইয়া: হ্যালো এটা কি রিধি কথা বলছে। আমি: হ্যাঁ এটা রিধি কথা বলছে আপনি কি সেই রাত বারোটার ভূত কথা বলছেন। তামিম ভাইয়া: না রিধি আমি তোমার তানিম ভাইয়াlovely। আমি: ও রোস্ট ভাইয়া আপনি। তানিম ভাইয়া: ভালো করে শুনো রিধি আমরা কাল সব জিজেরা তোমাদের বাসায় আসবো।cool আমি:ও আপনারা আসবেন তো ভালো কথা:WOW:। কখন আসবেন। তানিম ভাইয়া: সকাল ১০টায় আসবো। আর আন্টিকে বলিও আলুবোখারা সহ বিরিয়ানি রান্না করতে।laugh আমি: আচ্ছা। তানিম ভাইয়া: আচ্ছা এখন রাখি। কাল দেখা হবে। আবার বেশি কথা বললে, মিনিট শেষ হয়ে যাবেgj। আল্লাহ হাফেজ। আমি: আল্লাহ হাফেজ। সকাল হয়ে গেলো আমি সকাল ৬টার সময় ঘুমsleep থেকে উঠে গেলামyesyes। আমি: আম্মু গতকাল তানিম ভাইয়া কল দিয়েছিল। আজকে বলে ওরা সকাল ১০টার সময় আসবে। আর আলু বোখারা দিয়ে বিরিয়ানি খাবেblush। আমার আম্মু: তুই আমারে আগে বলবি না rasrasআলুবোখারা তো শেষ হয়ে গেছে। আমি: আম্মু ফুডপান্ডা থেকে অর্ডার করি তাহলে ২০ মিনিটের মধ্যে বাসায় এসে দিয়ে যাবে।gjgjthumbsup আমার আম্মু: আরে না। আসতে আসতে ৪-৫ ঘন্টা লেগে যাবে thumbsdown। আমি: কেন মা এডে তো দেখায় ২০ মিনিটের মধ্যে বাসায় এসে দিয়ে যাবে। আমার আম্মু: আরে না ও গুলো আজেবাজে এড। আমি:ও blinkblinkblink। আমার আম্মু: তাহলে তুই সায়মার মার কাছ থেকে ২০টি আলুবোখারা নিয়ে আয়। আমি: আচ্ছা মা। আমি: আন্টি আপনাদের কি আলুবোখারা আছে। সায়মার মা: হ্যাঁ। অর্নি আছে। লাগবে নাকি। আমি: হ্যাঁ আন্টি। সায়মার মা: কয়টি লাগবে? আমি: আন্টি ২০টি দিয়ে দেন। সায়মার মা: এই যে, এই নাও। আমি: আন্টি আসবেন কিন্তু আমাদের বাসায়। সায়মার মা: তোমরাও আইসো। আমি: আচ্ছা আন্টি। সায়মার মা: সাবধানে যাইও নিচে পানি আছে। আমি: মা,মা। আমার আম্মু: আস্তে ডাক!! তোর ছোট ভাই উঠে যাবে। পাইছিস আলুবোখারা? আমি: হ্যাঁ মা। এই নেন। আমার আম্মু: তুই গিয়া তোর বড় ভাইরে উঠা। আমি: আচ্ছা মা। এ ভাই, এ ভাই ওঠো। আমার ভাই: হইছে টা কি? আমি: আজকে সকাল ১০টায় সব বান্দর জিজেরা আমাদের বাসায় আসবে। আমার ভাই: সত্যি। আমি: হ্যাঁ সত্যি। আমি: হ্যাঁ সত্যি। এ কথা শুনে আমার ভাই লাফ দিয়ে উঠে পড়ে, আমি আর আমার ভাই রেডি হয়ে যাই। পরের পর্ব খুব শীঘ্রই পাবলিশ করব। কোন ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৪৭ জন


এ জাতীয় গল্প

→ জিজেরা যখন আমার বাসায় পার্ট ৩ শেষ পর্ব
→ জিজেরা যখন আমার বাসায় পার্ট ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now