বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজের নানান যুগ ও তার বর্ণনা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ℝiFAT (০ পয়েন্ট)



X ◽লেখক◽ ▢শাহারিয়ার▢ "আসিয়াছে অনেক যুগ, করিয়াছ অনেক ভোগ" আজকে আমি কোন গল্প লিখব না। কেননা আজ আমি কথা বলতে যাচ্ছি জিজের কিছু যুগ নিয়ে। তো আজ আমি বেশি বকবক করব না, শুধু বর্ণনা করব। মানে বকবকই করব। তো বকবক না বাড়িয়ে শুরু করি আরেক বকবক থুক্কু বর্ণনা। প্রথমে আসি জিজের আদি যুগ নিয়ে, আদি যুগঃ এই যুগটা ২০১৬-২০১৭ পর্যন্ত বিস্তৃত। এসময় কেউ কাউকে জানত না। হঠাৎ, একদিন কে যেন শুরু করে গল্প দেওয়া । সে আর কেউ নয় বরং, আমাদের সাইমন ভাই (এডমিন)। গল্প দেওয়ার ফলে আশেপাশে জানা-জানি হয় (গুগলে ইনডেক্স হয়)। তারপর প্রথম রেজিস্টার, লগইন, কমেন্ট বলা বলা। সাইটের উপলব্ধ হয় ফ্রি-বেসিকেও। প্রস্তর যুগঃ এসময় আস্তে আস্তে জিজের জনবল বাড়তে থাকে। এই যুগটা ২০১৭-২০১৮ পর্যন্ত বিস্তৃত। এসময় হয়ত জিজেতে ১ম ইমুজি আসে। সিওর না কারণ এই সময় আমি ইমুজি দেখেছিলাম। রুপচান ভাই তখন টপে থাকত বেশি। গল্প দেয়ার নানান অ্যালগরিদম আসে। মধ্য যুগঃ একে আড্ডার যুগ বললেও ভুল হবে না। কেননা, এই সময়ই সবচেয়ে বেশি আড্ডা হয়েছে। পাঠকঃ তাহলে নোবেল দেন angry আমিঃ এই মিয়া একটু মুখে লাগাম দেন shutup সরি পাঠকের কথায় কান দিবেন না; জোর করে ঢুকে পড়ছে আমার বর্ণনায়। উহু! কি নিয়ে জানি কথা বলছি। ও হ্যাঁ, মনে আসছে! মধ্য যুগটা ২০১৮-২০১৯ সালের শেষ পর্যন্ত বিস্তৃত। এসময় কিছু কিংবদন্তি জিজেস প্রকট হন। তাদের মধ্যে ঊল্লেখযোগ্য কিছু নামঃ- তানিম্বাই, হৃদয় ভাই, সাইম ভাই, প্রভা ভাই প্রমুখgj। আধুনিক যুগঃ এটা মেবি একটা দুঃখের যুগ। এই যুগে কিছু কিংবদন্তি জিজেস সৃতির পাতায় চাপা পড়ে যান। তবে অনেকে এখনও অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। তাদের নাম নাহয় নাই বললাম। পাঠকঃ ১০ বছর আগের গল্পে আসছি বড় বড় জিজের নাম দেখতে আর এখানে নাম বলে নাই। ছি! ছি! ছি! ১স্টার দেই। আমিঃ না না!! আমি বলছি থুক্কু লিখছিgj তারা হল আমাদের পরিচিত হৃদয় ভাই, তানিম্বাই, সুস্মিতা আপু, জাইম ব্র, রেহনুমা আপি, মাওয়া আপি আর অনেকে। কারও নাম বাদ পড়লে দুঃখিত। এই যুগটাতেই বর্তমানে আছি আমরা।এই যুগটার শুরু ২০২০ সালে ফ্রি-বেসিক বন্ধের পর। কবে শেষ হবে এই যুগটার আল্লাহই জানে। আর হ্যাঁ, আবার এসে গেল ইন্টারনেট ডট অরগ (ফ্রি-বেসিক) সব সিমেই হয়ত এবলিবল। শুধু ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন নাহয় লিঙ্ক কপি করুন------->>>>>>>>>>>>>> internet.org ⁂নতুন যুগ আসলে আপডেট করব...ততক্ষণ আল্লাহ হাফেজ wave #এই গল্পে এক্সপেরিমেন্টাল কিছু কোড ইউজ করা হয়েছে। যদি কাজ করে তবে দেখতে পারবেন ইনশাল্লাহ। দাঁড়ান দাঁড়ান... পাঠক চরিত্র কি ডিস্টার্ব করল নাকি। ~মোস্ট রিয়ার পারসন ইন ইওর মাইন্ডgj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৩১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now