বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দ্বিতীয় পৃথিবী
লেখকঃরনি পাল
পার্ট ১
৩০০০ সাল।পৃথিবী এখন মানুষের জন্য বসবাসের অপযোগী হয়ে উঠেছে প্রায়।তাই মানুষ চেষ্টা করছে তাদের বসবাসের উপযোগী গ্রহ খোঁজার।সেইজন্য একটা বিশাল মাদার স্পেসশিপ তৈরি করা হয়েছে।তার মধ্য রয়েছে ছোট ছোট মহাকাশ যান।তার মধ্য একটি হলো প্রিটেনিন।সেই মহাকাশযান পরিচালনা করছে একটি মেয়ে নাম সৃষ্টি বয়স ১৬।তার একজন সহকারি রয়েছে নাম রনি তারা দুজনে প্রায় সমবয়সী।একটু আগে মাদার স্পেসশিপ পৃথিবীর বাইরে চলে গিয়েছে।মাদার স্পেসশিপের দরজা খোলার সাথে সাথে সকল মহাকাশযান বেরিয়ে গেল তেমনি প্রিটেনিন বেরিয়ে গেল।কিছুক্ষণ ড্রাইভের পর সৃষ্টি মহাকাশ যানকে অটোপাইলট মুডে রেখে রনির কাছে চলে গেল।
সৃষ্টিঃরনি এবার তুমি আল্ট্রা স্পিডে ড্রাইভ করো।
রনিঃঠিক আছে।তুই সিট বেল্ট ভালো করে বেঁধে নাও।
আল্ট্রাস্পিডে ড্রাইভ করলে সেকেন্ডে ১০০কিলোমিটার যায়।
মহাকাশ যান গুলো এমন ধাতু দিয়ে তৈরি যাতে বায়ুমণ্ডলে সংঘর্ষের কারণে আগুন ধরবেনা।তাদের লম্বা যাত্রার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে।
রনিঃসিল বেল্ট বাঁধা শেষ।
সৃষ্টিঃহ্যাঁ।
আল্ট্রাস্পিডে ড্রাইভের জন্য একটা পাসওয়ার্ড দরকার।
রনিঃআলফাব্রাভো জিরো ডট 079।
পাসওয়ার্ড বলার সাথে একটা__
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now