বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিউট পাগলী ১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PRINCE FAHAD (০ পয়েন্ট)

X লেখক সিমল,,, এই যে খালা আম্মা শুনুন,? মেয়েঃ কিইইইইই,আমাকে বলছেন,? আর কি আপনার কাছে আমাকে খালাআম্মা মনে হয়,? -ও হ্যাঁ সরি সরি,আপনাকে তো খালা আম্মা নয়, নানি নানি মনে হয়, মেয়েঃ ধেইত,,আমি খালা আম্মাও নাহ, আমি আপনার নানি ও নাহ,,আমি রিহা, ওকে, - ওও তাহলে আপনি আমার বাসায় কি করছেন, আর আপনি আমার বাসায় এত ঘন ঘন আসেন কেন,? মেয়েঃএটা আপনার বাসা নয় আমার বাসা,, আমার যখন খুশি তখন আসবো আর, ইচ্ছে মতো জাবো তাতে আপনার কি,,? -এটা আপনার বাসা নয় ঠিক আছে,আমি ওপরে থাকি ওপরের তলা আমার বাসা আর আপনি নিচ তলায় থাকেন সো নিচতলা সেটা আপনার বাসা,, মেয়েঃ ইসস সখ কতো,,এটা আমার বাসা বুঝলেন মি. আলু,, - না এটা আমার বাসা,, মেয়েঃ বললেই হলো, আব্বুকে বললেই দেখবেন বুঝিয়ে দিবে এটা কার বাসা,যত্তসব আলু কোথাকার,, বলেই রিহা চলে গেল, কি আর করার আমি যেভাবে কথা বলছি মেয়ে টা হয়তো রেগেই গিয়েছে অন্যের বাসায় ভাড়া থেকেও যখন বলি এটা নিজের বাসা তখন তো রেগেই যাবে তাই নাহ,,ধুর ছাই মেয়েটাও হয়তো ভাড়া থাকে আমার মতো,হুমমম কি আর বলি,নিজের সুন্দর ভাংগা টিনের একটা বাড়ি থাকতেও আজ অন্যর বাসায় থাকতে হচ্ছে কবে যে শেষ হবে, কি আর শেস হবে? আমার পড়া লেখা,,,, মেয়েটা যে রেগে চলে গেচে হয়তো আর কখনো আসবে নাহ,, যাক বাবা বাচা গেল,, বারিওয়ালা আংকেল কিচু দেখে নাই,যদি একটা মেয়ের সাথে আমায় দেখতো তাহলে লে ছক্কা, থুক্কু বাড়ি থেকে বের করে দিতো, সে হাত থেকে হয়তো বাচা গেল,, আমি আমার টিয়া পাখি টা নিয়ে খেলা করতেছি, আর অনেক রকম কথা বলতেছি,যদিও পাখি টাহ কথা বলতে পারেনা তারপরও কেন জানি পাখির সাথে কথা বলতে ভালোই লাগে, আসর নামাজ পরে এসে, আর হ্যাঁ ভাইয়া আপুরা আপনারা নামজ পরেন তো?? প্লিজ নামাজ ছাড়বেন নাহ,, নামাজ পরে এসে দেখি, ছাদে আমার পাখির সাথে কথা বলতেছে মেয়েটা আমিও গিয়ে দেকি অন্য কেউ নাহ, ওটা আমার রিহা,, আরেহ আমার নাহ কিন্তু ওটা আমি যে বাসায় থাকি তার নিচ তলার রিহা, থুক্কু ভুলে বলেছিলাম আমার রিহা,,, রিহা পাখির খাচা টাকে নাড়া চাড়া করতেছে,, কিছু হয়তো বলবে তার মধ্যেই আমি কি রে কার সাথে খেললি এতক্ষন,, পাখি টাহ অনেক লাফালাফি করতেচে খাচার মধ্যে,, তখনই রিহা বললো, রিহাঃ কার সাথে খেলতেছে দেখেন নাহ,,?? - হুমমম দেখলাম তো, একটা মিস্টি মেয়ের সাথে কথা বলতেছে,, রিহাঃ তাই বুঝি আমি কি মিষ্টি?? - হাহাহাহহাহাহা নাহ, আমি মজা করে বলেছিলাম... রিহাঃ ওওওও (মন খারাপ করে), আচ্ছা এটা কি আপনার পাখি,? - নাহ আপনার,, রিহাঃ আরেহ বলেন নাহ এমন করেন কেন?? - কি করলাম? রিহাঃ এই যে বাজে ব্যবহার করলেন, - হুমমমমম সরি,আচ্ছা দেখতেই পাচ্চেন পাখিটা আমার রুমের ছাদে দেখাশুনা ও করি আমি তাহলে পাখি টাহ কার হবে? রিহাঃ কার আবার আপনারই হবে,, - হুমমমম তাহলে জিগ্যেস করলেন কেন যে পাখিটা কার,, রিহাঃ উফফফফ আপনি নাহ,আগে বললে কি হতো যে পাখি টাহ আপনার,,ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে,,আপনার পাখি টাহ কিন্তু অনেক সুন্দর,, ইসস যদি আমার এমন একটা পাখি থাকতো,, -কেন কি করতেন,? রিহাঃ কি আর করতাম আপনি যা করেন তাই করতাম, - ও আচ্ছা তাই নাকি,খালা আম্মা রিহা: হুমমমম,কিইই? - খালা আম্মা রিহাঃ কতবার বলবো আমি আপনার খালা আম্ম নাহ,, - সরি সরি খালা আম্মা কেন আপনি তো আমার নানি লাগেন,, রিহাঃ ধেইত, ভালো লাগে নাহ এসব,, দেখলাম রিহা রেগে মেগে লাল হয়ে গেল, আমি কিচু বলতে জাবো ঠিক তখনই, রিহা বলে উঠলো আপনার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে...... এ রে চলে গেল ,,মেয়েটা রাগলে কি কিউটই না লাগে,, সবসময় রাগাবো আর কিউট টাকে দেখবো রাগলে এতসুন্দর হয় কেন কিউট মেয়েরা বুঝি নাহ,, ধুর মেয়ে টাকে রাগাটাই ভুল হয়েছে, চলবে,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩১৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now