বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি আর আসব না!

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মেহেদী হাসান হৃদ্ধ (০ পয়েন্ট)

X জিজেতে ডুকলে লাত্তি দিবে বলেছে ঘরের বড় ভাইয়েরা। তাই তো আমি লিখছি লুকিয়ে, এই বুজি দেখল ওরা...... আসবো না, আমি আসবো না, আমি আর আসবো না..gj উজ্জল আর মেহেরাজ ভাইয়া আসবে না পচা আবর্জনা আর হিজড়া ওরে বোন মেঘলা আর আপু রেহনুমা আর হয়ো না তোমরা অগ্নিশর্মা এই তো বলে দিলুম, আমি আর আসবো না। আসবো না, আমি আসবো না, আমি আর আসবো না..gj ওরে আমাবশ্যার চাঁদ, রাফি ভাই আর মফি কেন তোমরা আসো না, তা শুনি! তোমাদের পথ ধরে আর আসবো না যে আমি! এই যে মশাই, আপনি রনি ভাই? কতকাল, কতকাল দেখি না "তুমায়"! এই যে ভাই রনি, তোমাকে দেখা যায় না কেন জানি! ফেক আইডি দিয়ে তুমার সাথে করেছি যে মজা এসবের জন্য মনে কিছু নিয়ো না। মাহমুদ,রিধি আর মির্জা রিফাত,তারিন, নবীন আর রামিজা তোমাদের জন্য এখন থেকে ডোর খুলা.... আসবো না, আমি আসবো না, আমি আর আসবো না..gj ওরে সিয়াম, ইমন ওরে ইফতি তোরা ভালো হয়ে যা বলছি gj রনি, প্রভা,তানিম এন্ড তানিম ভাইয়ের বউgj মজা করেছি, ঠাট্টা করেছি, ক্ষমা করে দিও ফেলুদা আর পিচ্চি গোয়েন্দা তোমরা একটু চিন্তাও করিও না। GJ Writer খ্যাতি আগেই পেয়ে যাবা সেদিন হয়তো আমি থাকবো না। আসবো না, আমি আসবো না, আমি আর আসবো না..gj জিজেতে ডুকলে লাত্তি দিবে বলেছে ঘরের বড় ভাইয়েরা। তাই তো আমি লিখছি লুকিয়ে, এই বুজি দেখল ওরা...... আসবো না, আমি আসবো না, আমি আর আসবো না মোজাম্মেল ভাইজান, আমাকে নিয়ে আর হয়ো না হয়রান অনেক ক্ষেপেয়েছি তোমাকে কথা দিচ্ছি, আর করবো না জ্বালাতন বলেছিলাম বই পাললিশ না হলে যাব না যে আমি, কিন্তু বিপদ ঘনিয়ে আসলে আমি আর কি করতে পারি? বড় ভাইদের মধ্যে পেয়েছি তোমাকে সবার আগে, আমার গল্পে তুমিই প্রথম কমেন্ট করেছিলে, উৎসাহ আর অনুপ্রেরণা দুটোই ছিল সেই কমেন্টে gj মনে হয়েছিল, এই বুজি আমি লেখক বনে গেলুমরে... আসবো না, আমি আসব না। আমি আর আসবো না। আসব না, আমি আসবো না। আমি আর আসবো না gjgj কমেন্ট বক্সটা পড়ে থাকবে না খালি, নোটিফেকেশন আর মেসেজও আসবে জানি, পাঠকরাও দিতে পারে ঝারি দেখব না শুধু আমি..... আসব না, আমি আসব না আমি আর আসব নাgjgj আসব না আমি আসব না আনি আর আসব না gjgjgj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৫২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now