বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সিফাত কী ? তিনি কে ? তিনি করেন কী ? তিনি থাকেনই বা কোথায় ? খানই বা কী পান করেনই বা কী ? তিনি পরেনই বা কী ? আস্তে আস্তে থামেন বলতেছি ।
সিফাত হলেন পৃথিবীতে জন্ম গ্রহন করা কিউট পুচ্ছি । বাই দা ওয়ে সে আমার পৃথিবীতে একমাত্র ছোতা ভাই ( চু চু চু আরে আস্তে থাম গল্প লিখতেছি )। আমার হল দুই ভাই ; বড় জনের কথা এখানে উল্লেখ করা যাবে না ( আমি নিজে ) । আবার , ঘুরিয়ে পেঁচিয়ে ফিরে আসি গপ্পে । ( তিনি বলতে মাথায় উঠে গেছে তাই নামাই দিছি ; সিফাতঃ কি বললি এভাই আ! আ! ,আমিঃ আ! ছাড়! ছাড়! আমার চুউউল ) সে এক গ্যালাক্সিতে থাকে আর আমরা আরেকটাতে ; এই শেষ না থাকে অন্য মাত্রায় , বলতে গেলে চতূর্থ মাত্রিক দুনিয়ায় ।
এখন সিফাতের বর্ণনা শেষ । কিছু লিখতে গেলেই আমার কোলে এসে বসে থাকে বলে , এ ভাই ! কি হ্রদয় জুড়ানো ডাক ।
আমি কে ? অনেকেই জানেন না । জিজেতে এসে আমি আমার আসল নামই দিয়েছিলাম ; কিন্তু রিদার( রামিজা আনিকার ) ছন্দ নামের কথা শুনে আমিও অনেক নাম দিছি পরে আমার নাম এর প্র্রথম অংশ দিলাম ( শাহারিয়ার )। আমার সম্পূর্ণ নাম শাহারিয়ার হামিদ ( ) । বাকি ( ??? ) তারা জানে । তারা কারা দয়া করে কমেন্ট করেন । আমার বোনও নিজের নাম পরিবর্তন করে দিয়েছে ( ??? ) ।
আমার গল্পেরঝুড়ির যাত্রা শুরু হল ২০১৭ সালে ফ্রি বেসিক এর মাধ্যমে পরে আস্তে আস্তে আমি এখানে রোজ আসা শুরু করি । তারপর ছেড়ে দেই ১ বছরের জন্য । পরে আবার একটু আসি পরে আবার একটু আসি আবার ছাড়ি । কিত্তু , আমি এখন একেবারে এসে গেছি ।
তো এতটুকুই আমার আর লিখতে ভাল লাগছে না , আজ পবিত্র মহরম মাসের এক তারিখ ।
সবার দিন-কাল এখন কেমন যাচ্ছে কমেন্ট করবেন ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now