বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আহ! বাঁচলাম

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ℝiFAT (০ পয়েন্ট)



X লেখকঃ শাহারিয়ার একদিন আমি বের হলাম ডিম কিনার জন্য । সাথে আবার আলু। সেদিন যা ঘটল তা আর বলার মতো ছিল না । সেই দিন হচ্ছিল বৃষ্টি । দোকানিকে বললাম যে , আমাকে ডিম দেন , সাথে আলু । তার আবার ছিল কানে প্রবলেম , তা আমি জানতাম না । তার নাম হালিম আলী । ডাকনাম হালু । তো তিনি ডিম এর জায়গায় শুনলেন সিম , আর আলুর জায়গায় হালু gj । বেস হয়ে গেল গোলমাল । বলল , এই তুমি আমাকে নাম ধরে ডাকলে তোমার এত বড় সাহস । আর , এখানে কি সিমের দোকান দিয়া রাখছি আমি । চোখ থেকে বের হচ্চে বাবারে বাবা । আমি তো আর ছেড়ে দেয়ার পাত্র নই । আমি আমার পকেট থেকে মাইক বের করলাম । বলতে পারেন ডরিমনের গেজেট পকেট আমার কারণ এ নিয়ে আরও এক কাহিনি আছে gj । আবার , গল্পে ফিরে আসি সাউন্ড লেভেল দিলাম ২০০০০৩০ মেগাহার্জ । বললাম , আমি বোলছি ২কেজি আলু ও ডিম । তারপরে , উনি বললেন ‘বাবা কানে সম্মসা তো তাই বুঝিনি , মনে কথা নিও না ( এই হচ্ছে আমাদের অবস্থা ) gj । আমার আবার কথা ডেকুরের সাথে চলে যায় । তাই বললাম ইটজ ওকে । তারপর সব কিনলাম তাড়াতাড়ি আমার আবার তাড়া আছে তো । হাটতে হাটতে ………………………………......................................................................... চলবে ===============================================


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now