বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

খেলা দেখা বারণ (২য় ভাগ)

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Taharim Tayen (০ পয়েন্ট)



X আগের গল্পে (খেলা দেখা বারণ) আপনারা অর্পিতার খেলা দেখা নিয়ে চরম নিষেধাজ্ঞার কথা জেনেছেন। যাদের পড়া হয় নি তারা উপরে আমার নামের উপর ক্লিক করে পড়ে আসতে পারেন।। আজ থাকছে আরো একটি মজার ঘটনা।। আমি অনিম আছি আপনাদের সাথে। ভিডিও কলে কথা হচ্ছে অর্পিতার সাথে। হঠাৎ, অর্পিতাঃ এই তোমার চোখ কোথায়? আমিঃ (চোখের উপর হাত দিয়ে) কেনো, নাকের উপরে দুই পাশে দুইটা আছে। দেখতে পাচ্ছো না? অর্পিতাঃ ফাজলামু বন্ধ করো। কোন দিকে তাকাচ্ছো? আমিঃ কেনো, দুনিয়ার সব থেকে সুন্দর মেয়েটাকে দেখছি। অর্পিতাঃ মোটেও তুমি আমার দিকে তাকাচ্ছো না, তোমার নজর অন্য দিকে। আমিঃ (বিড়বিড় করে) আমি আবার কখন বললাম দুনিয়ার সব থেকে সুন্দর মেয়েটা তুমি ???? অর্পিতাঃ এখন আবার কি বিড়বিড় করছো? আমিঃ না মানে তোমাকে ছাড়া আর কোন দিকে তাকাবো, তোমার সাথে কথা বলার সময় তো আমার মনে হয় তোমাকে শুধু দেখি আর দেখি ???? অর্পিতাঃ ফাজলামু বন্ধ করো আর ক্যামেরাটা ঘুরাও, আমি দেখতে চাই কি দেখছো তুমি। আমিঃ আচ্ছা বলছি। টিভিতে খবর দেখছিলাম আর কি।। দেশের অবস্থা ভালো না তো। তাই আর কি.... (আসলে খেলা দেখছিলাম, যদি খেলার কথা শুনে চটে যায় তাই খবরের কথা বললাম।) অর্পিতাঃ শুনলাম আজ নাকি বাংলাদেশের খেলা আছে পাকিস্তানের সাথে? আমিঃ কই না তো, কে বললো? অর্পিতাঃ শুনলাম, তাহলে কার সাথে? আমিঃ জিম্বাবুয়ের সাথে।।। অর্পিতাঃ আর আপনি সেই খেলাই বসে দেখছেন তাই তো? আমিঃ( ইস রে, কায়দা করে ঠিকই সত্যি কথাটা বের করে নিছে) আরে না।। খবর দেখছিলাম। অর্পিতাঃ বোকা পাইছো আমাকে। খেলা রেখে তুমি খবর দেখবা, এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমিঃ আসলে খেলা তো রাতে, এখন খবরই দেখছি অর্পিতাঃ টিভি কিন্তু আমার বাড়িতেও আছে আর সেখানে খেলার চ্যানেলও আছে। টিভি ছেড়ে দেখবো কি? আমিঃ (কাঁদো কাঁদো গলায়) আজকাল একটুও বিশ্বাস করো না আমাকে, যাও দেখো খেলা হচ্ছে কি না।। (মনে মনে বলছি আল্লাহ যেনো টিভি না ছাড়ে) অর্পিতাঃ হইছে কাঁদতে হবে না। যাও বিশ্বাস করছি। আমিঃ ???????? আমার লক্ষী সোনাটা। অর্পিতাঃ হইছে ন্যাকামী করা বাদ দাও। আমিঃ ছি ছি কি বলো, আমি কি ন্যাকামি করতে পারি? আমি শুধু ভালোবাসতে পারি, আই লাভ ইউ,,, অর্পিতাঃ আই লা...... (হঠাৎ ওপাশ থেকে টিভিতে খেলার শব্দ, আমার শ্রদ্ধেয় শালাবাবু টিভি ছেড়ে খেলা দেখতে বসলো।) খেলা রাতে তাই না?? >gj আমিঃ আরে খেলা তো শুরু হয়ে গেছে। কিভাবে হলো বলো তো, দুপুর ১২টায় কি সূর্য ডুবে গেলো নাকি। অর্পিতাঃ সূর্য ডুবে নাই, কিন্তু তোরে আমি ডুবামু, ব্লাক লিস্টে। আমিঃ ভাগ অনিম ভাগ ইয়ে মানে কাট অনিম ফোন কাট....... অর্পিতাঃ ফোন কাটবা না ???? আমিঃ ???? সরি। অর্পিতাঃ একে তো খেলা দেখছো, তার উপর আবার মিথ্যা কথা,, আমিঃ যাতে খেলা দেখার কথা শুনে চটে না যাও তাই। হাজার হউক আমি তোমাকে কত ভালোবাসি, আমি কি তোমাকে রাগাতে পারি, আমাকে সন্টা মোনা, চাঁদের কণা।। অর্পিতাঃ এই তুমি কি মেয়ে হতে গিয়ে ছেলে হইছো? আমিঃ অ্যা.... অর্পিতাঃ মেয়ে মানুষের মতো এতো ঢং ক্যান? আমিঃ (বিড়বিড় করে) তোমার মতো তো আর অত ঢং করি না। অর্পিতাঃ কি বিড়বিড় করছো? আমিঃ ঢং নয় গো, এটা হলো অনিম-অর্পিতার ভালোবাসা। ক্লাস ওয়ানের ইতিহাস বইয়ে বড় বড় অক্ষরে লেখা থাকবে তোমার আমার ভালোবাসার কথা।। অর্পিতাঃ কোন ব্যাক্কলে তার বাচ্চাকে ক্লাস ওয়ানে ইতিহাস পড়াবে? আর কোন ব্যাক্কলে ক্লাস ওয়ানের ইতিহাস বই লিখবে?? আমিঃ ছি ছি, ব্যাক্কল বলো ক্যান, তাঈন ভাই গল্পেরঝুড়িতে অলরেডি লেখা শুরু করে দিছে। দেখবা ঠিকই একদিন ইতিহাসের পাতায় উঠবে, আর পড়বে তোমার নাতি নাতনি gj অর্পিতাঃ চুপ থাকো, একদম কথা ঘুরাবা। আগে বলো খেলা কখন শেষ হবে? আমিঃ এই ব্যস, এখনই। ফোনের ওপাশ থেকে,,, অর্পিতাঃ ভাইয়া,, শালাবাবুঃ হ্যা বল,, অর্পিতাঃ বলছি খেলা কখন শেষ হবে? শালাবাবুঃ কেনো? অর্পিতাঃ এমনি, শালাবাবুঃ আরো ৩-৪ ঘন্টা,,, -_- -_- আবার মিথ্যা বলে ধরা খাইলাম gj অর্পিতাঃ আমি তোমার সাথে কতক্ষণ ভিডিও কলে কথা বলি? আমিঃ এই ধরো দিনে ১০/১২ ঘন্টা হবে। অর্পিতাঃ কি????? আমিঃ না মানে ১০/১২ মিনিট gj অর্পিতাঃ তো এই ১০/১২ মিনিট কি টিভিটা বন্ধ করে কথা বললে মহাইন্ডিয়া অশুদ্ধ হয়ে যাবে?? আমিঃ না, কোনো সমস্যা নেই,, শুধু এটুকু ভাবছি ফোনে মনে হয় সমস্যা হয়েছে। দেখাচ্ছে আমরা ১৭ মিনিট ৫৭সেকেন্ড কথা বললাম, ওই দেখো ১৮মিনিট দেখাচ্ছে এখন।।। অর্পিতাঃ মানে ইন্ডিরেক্টলি বলতে চাচ্ছো যে ১০/১২ মিনিট শেষ হয়ে গেছে তাই তো? আমিঃ না মানেএএএ হ্যা, ইয়ে মানে নাআআআ.... অর্পিতাঃ জীবনেও ম্যাসেজ দিবি না, দেখ তুই খেলা..... আমিঃ এই শোনো........... উফফ বাবা, ৫ ওভার হয়ে গেলো, যাই হোক, খেলায় ফোকাস করি..... gj তো বন্ধুরা, খেলা দেখা নিয়ে আরো একটি ঝগড়া।। কি মনে হয়। এবারও কি অনিম কায়দা করে অর্পিতাকে মানিয়ে নিবে নাকি অর্পিতা আবার কোনো নতুন শর্তের পাহাড় দাঁড় করিয়ে দিবে gj Written By T2 (Taharim Tayen)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৪৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now