বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনলাইন ক্লাস রেকর্ডিং

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mohammad Shahzaman (০ পয়েন্ট)

X অনলাইন ক্লাস রেকর্ডিং 19 জুন ২০২০ বাড়ি থেকে একটু দুরের নিরিবিলি স্থানের বিল্ডিং এ কাজ চলছে। রাজ মিস্ত্রি কাজের কোলাহলে ক্লাস রেকর্ডিং করা সম্ভব নয়। এবার ভাবলাম শাহাবৃদ্ধি আব্দুল কাদের ভূইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করাব বোর্ড এবং ক্লাসে পরিবেশ আছে। প্রাথমিক বিদ্যালয়ের বদিউল আলম ভূইয়াকে বললাম, “মামা আমি অনলাইন ক্লাস রেকর্ড করব, আপনার বিদ্যালয়ের রুমের চাবী দেয়া যাবে?” প্রধান শিক্ষক বদিউল আলম ভুইয়া খুশী হয়ে বলল, এ তো ভাল কথা; স্কুলে নতুন বিল্ডিং এর কাজ চলে, আমি মিস্ত্রিদের চাবীর কথা বলে রাখব, ওরা আমার কথা বললেই চাবী দিবে। পরের দিন শাহাবৃদ্ধি আব্দুল কাদের ভূইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলাম ক্লাস রেকর্ডিং করতে। বিদ্যালয়ের একপাশে কয়েকটি গ্রামের দোকানে যেখানে মানুষ এবং টিভির আওয়াজ, আরেক পাশে ইদগাহ যেখানে ছোট ছেলেরা ফুটবল খেলে আর আরেকপাশে স্কুলের নতুন ভবনের কাজ চলতেছে। এখানো কোলাহল আর নয়েজে ভরপুর। যাহা হোক দরজা জানালা দিয়ে আরেকটি মোবাইলের আলো দিয়ে (বিদ্যুৎ নাই) একটি কৃষি শিক্ষা বিষয়ের ক্লাস রেকর্ডিং করলাম। ক্যামেরার পিছনে ছিল আমার ভাতিজা শাহরেয়াজুর রহমান রাজ। নবম-দশম শ্রেণির কৃষি বনায়ন ক্লাস। কয়েকটি ধাপে ক্লাসটি করাতে হয়েছে। কারণ একবার ছেলেদের বল ক্লাস চলে এসেছে তাই অনাকাংখিত শব্দ এসে পড়েছে। আরেকবার বোর্ডের সমস্যা, মোবাইলে মোমোরি স্পেসের সমস্যা ইত্যাদি সমস্যা নয়ে কৃষি শিক্ষা বনায়ন ক্লাসটি রেকর্ডিং করলাম। আমি তেমন ভিডিও এডিটিং পারি না তবে ভিডিও জোড়া লাগাতে পারি। তাই রেকর্ডিং ক্লাসটি জোড়া লাগিয়ে দেখলাম ভালই হয়েছে। শিক্ষনফল অর্জন হবে এই রেকর্ডিং ক্লাসে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩১৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now