বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জিউস তাঁর বিয়ের উৎসবে নিমন্ত্রণ করেছেন সব জীবজন্তুকে । ভোজে সবাই এল, এল না কেবল কাছিম । কেন এল না সে-ভাবতে লাগলেন জিউস পরের দিন ডেকে পাঠালেন তিনি কাছিমকে । কাছিম এলে তাকে জিজ্ঞাসা করলেন, সবাই এল, তুমি এলে না কেন?
কাছিম উত্তরে বললে, এলাম না, কারণ নিজের বাড়ির চেয়ে ভাল জায়গা এ দুনিয়াতে নেই, তাই তা ছেড়ে আসতে পারলাম না।
কাছিমের এ কথা শুনে জিউস ভীষণ রেগে গিয়ে বললেন, বটে। তা হ'লে তোমার বাড়িটা তুমি সব সময় নিজের পিঠে করে বেড়াও ।
সেই থেকে কাছিমের এই খোল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...